রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি, তবে আসছে সৃজিতের নতুন থ্রিলার
ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় মহম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। থ্রিলারপ্রেমিদের কাছে মুশকান জুবেরি, নুরে ছফা জায়গা করে নিয়েছে আগেই। রুদ্ধশ্বাস এই থ্রিলার এবার ওয়েব মাধ্যমে দেখা যাবে। অনেকদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায় ভাবছিলেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ র চলচ্চিত্রায়নের কথা।
সংবাদমাধ্যমকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা ও ঢাকায় বেশ কয়েকটি বৈঠক করার পর দীর্ঘ আলাপচারিতার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি।
দুই বাংলার শিল্পীদের নিয়ে এই সিরিজটি তৈরী হবে । মুশকান জুবেরির ভূমিকায় অভিনয় করার জন্য প্রথমে জয়া আহসানের নাম ভাবা হলেও পরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির নাম চূড়ান্ত করা হয় । এছাড়াও চঞ্চল চৌধুরী, মোশারফ হোসেন ও অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ সিরিজ়টির কাজ প্রায় হয়ে গেছে , শুধু মুক্তির অপেক্ষা । মনে করা হচ্ছে ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের কাজ সম্পূর্ণ শেষ হলে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ শুরু করবেন তিনি।
এই প্রথম নয়, এর আগেও অনেক থ্রিলার পরিচালনা
করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘ভিঞ্চিদা’ এবং ‘দ্বিতীয় পুরষ’ ইত্যাদি থ্রিলার গুলো সাফল্যমন্ডিত হয়েছে।