অরূপ সেনগুপ্ত নামটি ড্যান্স কোরিওগ্রাফার হিসেবেই পরিচিত। একসময় বলিউডের নাম করা ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজার সাথে কাজ করেছেন অরূপ। এবার পরিচালকের ভূমিকা পালন করলেন অরূপ সেনগুপ্ত।
“বোনাফায়েড ষ্টুডিও” প্রযোজনায় অরূপ সেনগুপ্তের প্রথম ছবি “এ.কে.RAY… আমি কে..?“।
ছবিতে অভিনয় করেছেন অর্ক রায় চৌধুরী। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন সুপ্রতিম। সিনেমাটোগ্রাফার এর দায়িত্বে রয়েছেন শঙ্খ শুভ্র সরকার। সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন রিপন হালদার।
ছবির ব্যাপারে অরূপ সেনগুপ্তকে জিজ্ঞাসা করলে তিনি জানান ” এটি আমার পরিচালনা করা প্রথম ছবি। এটি ৪০ মিনিটের শর্ট ফিল্ম। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ছবি রিলিজের তারিখ জানানো হবে”।
এটি আপনার প্রথম প্রজেক্ট তো আপনি এই প্রজেক্টটি নিয়ে কতটা এক্সসাইটেড?
অরূপ: ছবিটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। একটা নতুন ডিরেক্টর যখন ছবি বানাতে যায় তখন প্রচুর বাধা বিপত্তি তো আসে কারণ, নতুন ডিরেক্টরকে সুযোগ দিতে প্রোডিউসাররা ইতস্তত বোধ করে। তাই এটা একপ্রকার জোর করেই বানানো বলা যায়।
আশাকরা যায় ছবিটি মুক্তির সাথে সাথেই দর্শকের মন জয় করবে। এবিও পত্রিকার পক্ষ থেকে “এ.কে.RAY…আমি কে..?” পুরো টিমকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।