চলতি বছরের শুরুর দিকেই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘আবার বছর কুড়ি পরে’। বন্ধু, বন্ধুত্ব, রিইউনিয়নের গল্প নিয়ে আসছেন পরিচালক। পরিচালক হিসেবে শ্ৰীমন্ত সেনগুপ্তের প্রথম পরিচালিত ছবি এটি। প্রায় সাড়ে তিন বছর ধরে এই ছবির গল্প লিখেছেন শ্রীমন্ত।
তার সহ-লেখিকা মোনালি সেন চৌধুরি। অনিমেষ এবং সৌম্য হাত ধরে নতুন জার্নি শুরু করলেন পরিচালক শ্ৰীমন্ত সেনগুপ্ত। অনিমেষ এবং সৌম্য পিএসএস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার দুই কর্ণধার। তাদের সঙ্গে রয়েছেন এই প্রযোজনা সংস্থার আরও এক সদস্য রণজিৎ দে।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, অভিষেক (Abhishek) বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত, দিব্যাশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বণিক ও রানাজিৎ কে।
গল্পের কাহিনী বন্ধুদের রিইউনিয়নের। গল্পে টাইম ফ্রেমটা ২০ বছরের। সেটা ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে। সেই বন্ধুদের মধ্যে এখন কেউ কর্পোরেট ওয়ার্ল্ডের বড়বাবু। কেউ চিকিৎসক, কেউ বা স্বামী, সন্তান নিয়ে ব্যস্ত গিন্নি। স্কুলের আড্ডাটা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই হয়তো ২০ বছর পরে দেখা হওয়ার আড্ডাটা শুরু হবে।
ক্যামেরার দায়িত্বে রয়েছেন প্রতীপ মুখোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।