খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ পূর্ণ দৈর্ঘ্যের ওয়েব সিরিজ. ৬-৭টি এপিসোড নিয়ে তৈরী হয়েছে এই ওয়েব সিরিজটি. সিরিজের নাম “আনন্দ আশ্রম“. এই সিরিজের পরিচালনা করেছেন “অরিজিৎ চক্রবর্তী“.
পরিচালককে এই সিরিজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান “সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক সিনেমায় অভিনয় করেছেন কিন্তু, আমি যতদূর জানি সৌমিত্র চট্টোপাধ্যায় এর আগে কোনো ওয়েব সিরিজ করেননি, এটাই তার প্রথম এবং শেষ ওয়েব সিরিজ. শ্যুটিং শুরু করার কিছু দিন পরই তিনি অসুস্থ হয়ে পরেন এবং এটা আমাদের সবার কাছে দুর্ভাগ্যের বিষয় যে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, ওনার মৃত্যুর পর বেশ অনেক দিন শ্যুটিং বন্ধ ছিল এরপর আমরা চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন করি, এখনও শ্যুটিং চলছে আশা করা যায় এই মাসেই শ্যুটিং শেষ হয়ে যাবে, তবে কোন প্লার্টফর্ম-এ রিলিজ করবে তা এখনই বলা যাচ্ছে না. তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আনন্দ আশ্রম. আশা করি দর্শকের ভালো লাগবে”
এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জী ও স্বস্তিকা দত্ত. বলতে গেলে স্বস্তিকা দত্তেরও এটা প্রথম ওয়েব সিরিজ. এর আগে আমরা স্বস্তিকাকে বড়ো ও ছোটো পর্দায় কাজ করতে দেখেছি. কিন্তু এবার প্রথম ওয়েব সিরিজ কাজ করতে চলেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত. এছাড়া রয়েছেন বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, সুমন্ত, বুদ্ধদেব সহ আরো অনেকে.
এই সিরিজের শ্যুটিং হয়েছে হাওড়ার আন্দুল, চ্যাটার্জি হাট ও কলকাতার বেশ কয়েকটি জায়গায়। “আনন্দ আশ্রমের” গল্পটি তৈরী হয়েছে একটি আশ্রমকে ঘিরে, যেখানে সব বয়সেরই লোকজন রয়েছে, যাদের জীবনের জটিলতাকে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিতে ইমোশনাল টাচও রয়েছে. সাথে রয়েছে টুইস্ট.
ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন “অম্লান চক্রবর্তী”. ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অম্লান মজুমদার, অনিন্দ বসু.