Home ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ ওয়েব সিরিজ....

মুক্তি পেতে চলেছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ ওয়েব সিরিজ….

খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ পূর্ণ দৈর্ঘ্যের ওয়েব সিরিজ. ৬-৭টি এপিসোড নিয়ে তৈরী হয়েছে এই ওয়েব সিরিজটি. সিরিজের নাম “আনন্দ আশ্রম“. এই সিরিজের পরিচালনা করেছেন “অরিজিৎ চক্রবর্তী“.
পরিচালককে এই সিরিজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান “সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক সিনেমায় অভিনয় করেছেন কিন্তু, আমি যতদূর জানি সৌমিত্র চট্টোপাধ্যায় এর আগে কোনো ওয়েব সিরিজ করেননি, এটাই তার প্রথম এবং শেষ ওয়েব সিরিজ. শ্যুটিং শুরু করার কিছু দিন পরই তিনি অসুস্থ হয়ে পরেন এবং এটা আমাদের সবার কাছে দুর্ভাগ্যের বিষয় যে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, ওনার মৃত্যুর পর বেশ অনেক দিন শ্যুটিং বন্ধ ছিল এরপর আমরা চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন করি, এখনও শ্যুটিং চলছে আশা করা যায় এই মাসেই শ্যুটিং শেষ হয়ে যাবে, তবে কোন প্লার্টফর্ম-এ রিলিজ করবে তা এখনই বলা যাচ্ছে না. তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আনন্দ আশ্রম. আশা করি দর্শকের ভালো লাগবে”

এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জীস্বস্তিকা দত্ত. বলতে গেলে স্বস্তিকা দত্তেরও এটা প্রথম ওয়েব সিরিজ. এর আগে আমরা স্বস্তিকাকে বড়ো ও ছোটো পর্দায় কাজ করতে দেখেছি. কিন্তু এবার প্রথম ওয়েব সিরিজ কাজ করতে চলেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত. এছাড়া রয়েছেন বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, সুমন্ত, বুদ্ধদেব সহ আরো অনেকে.
এই সিরিজের শ্যুটিং হয়েছে হাওড়ার আন্দুল, চ্যাটার্জি হাট ও কলকাতার বেশ কয়েকটি জায়গায়। “আনন্দ আশ্রমের” গল্পটি তৈরী হয়েছে একটি আশ্রমকে ঘিরে, যেখানে সব বয়সেরই লোকজন রয়েছে, যাদের জীবনের জটিলতাকে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিতে ইমোশনাল টাচও রয়েছে. সাথে রয়েছে টুইস্ট.

ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন “অম্লান চক্রবর্তী”. ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অম্লান মজুমদার, অনিন্দ বসু.

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...