লাগাতার যৌন নির্যাতনে যেখানে সহজে মানুষের উপর বিশ্বাস উঠে যাচ্ছে সেখান এমন কিছু ঘটনা সামনে আসছে যা শুনে শুধু বাইরের লোক নয়, বিশ্বাস উঠে যায় পরিবারের আপনজন দের উপর থেকেও।
এক ব্যক্তি তার নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নিগ্রহ করতেন, পকসো আইনে ওই অপরাধী ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে । শুধু নির্যাতিতার বাবাকেই নয়, তার মা কেও একই শাস্তি দেওয়া হয়েছে কারণ মেয়ের উপর স্বামীর করা অত্যাচারের ঘটনা জানার পরেও তিনি চুপ ছিলেন। আদালতের তরফে বিচারক জে রাধিকা ওই দম্পতি যাবজ্জীবন কারাবাস ছাড়াও ১০০০ টাকা জরিমানাও ধার্য করেছেন।
বিচারক ১৪ বছরের ওই নাবালিকাকে রাজ্য সরকারকেও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন ।
সরকারপক্ষের তরফে জানানো হয়েছে নাবালিকার বাবার বয়স ৪৬ বছর , নারকেল বাগিচা কর্মী ওই ব্যক্তি জেলার আনামালাইয়ে একাধিকবার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। মায়ের কাছে পুরো ঘটনা জানালেও কোনও সাহায্য করেনি নির্যাতিতার মা,বরং সমস্ত কিছু মেনে নিয়েছে প্রতিবাদ না করে।
যার ফলে দিনের পর দিন মেয়ের ওপর অত্যাচার অত্যাচারের মাত্রা বাড়িয়ে তোলে ওই ব্যক্তি। নিজের সাথে হওয়া অপরাধের কথা স্কুলের বন্ধুদের কাছেই জানায়, তারপর তার বন্ধুরা ক্লাস টিচারকে সমস্ত ঘটনা জানালে তিনিই থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।জুন মাসে ওই দম্পতিকে গ্রেফতার করা হলেও এতদিন জামিনে তারা জেলের বাইরে ছিলেন।