রাজনৈতিক দাবিতে ফের পারদ চড়তে শুরু করেছে সিঙ্গুরে। কেন্দ্রের কৃষক বিরোধী নীতি ও পশ্চিমবঙ্গের সকল কৃষক – ক্ষেতমজুরদের ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত মৌজার কৃষি জমির আলে দাড়িয়ে মেঠো প্রতিবাদে সামিল কৃষক ও ক্ষেতমজুদররা।
সংগঠনের রাজ্য সভাপতি ওরফে হরিপালের বিধায়ক বেচারাম মান্না সিঙ্গুরর বারুইপুর পলতাগড় পঞ্চায়েতের ঘনশ্যামপুর জমির আলে দাড়িয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন। অন্যদিখে সিঙ্গুর এলাকার জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিবাদে ক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতারা।
গতকাল সিঙ্গুরে এলাকায় শিল্পের দাবির মিছিলে সামিল হন বামফ্রন্টের ছাত্র, যুব সংগঠন। হুগলীর বিজেপি সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় পান্ডে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের জমিতে টাটার ন্যানোগাড়ির কোম্পানিকে ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু সেই জমি আজও চাষযোগ্য হয়নি। অবিলম্বে সেই জমিকে চাষযোগ্য করে বাকি সরকারি জমিতে শিল্পস্থাপনের দাবি করেন তিনি। অন্যদিকে রাজ্যের কৃষান ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি জানান, ইতিমধ্যে আশি শতাংশ জমিকে চাষযোগ্য করা হয়েছে। বাকি কাজ দ্রুত চলছে।