Home জেলার খবর দেহে জড়ানো বিদ্যুতের তার, চুঁচুড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ

দেহে জড়ানো বিদ্যুতের তার, চুঁচুড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ

বিদ‍্যুতের তার জড়িয়ে চুচুড়ায় মৃত‍্যু বৃদ্ধ দম্পতির

হুগলী জেলার তালডাঙায় শরীরে বিদ‍্যুতপৃষ্ট হয়ে মারা গেলেন বৃদ্ধ দম্পতি। মৃত দম্পতির নাম গঙ্গাধর দাস(৮০) ও জ‍্যোতি দাস(৭০)।

স্থানীয় সুত্রে খবর, গত ৫০ বছর ধরে একটি ছোট বাড়িতে বাস করতেন ওই দম্পতি। তাঁদের দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। মৃত গঙ্গাধর ইলেকট্রিকের কাজ করতেন পরে অবশ‍্য বেসরকারী প্রতিষ্ঠান ও তিনি একটি কারখানায় গার্ডের কাজ করতেন। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে কাজ কমতে আসে। সেই কারণে পাড়ায় একটি চপের দোকানে সাহায্য করতেন। এখন আর সেরকম ভাবে কারোর সাথে কথা বলেন না

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এক ব‍্যক্তি কোনো দরকারে তাঁকে ডাকাডাকি করছিলেন। দীর্গক্ষন ডাকাডাকি করে সাড়া না মেলায় পাশের বাড়ির লোকদেরও ডাকেন ও তারাও ডাকাডাকি করেন। কিন্তু কোন উত্তর না পাওয়ায় শেষমেষ তারা দম্পতির ঘরে দরজা খুলে ঢুকে পড়েন। দরজা খুলে দেখেন দুজনে মাটিতে পড়ে আছেন। বৃদ্ধার পায়ে ইলেকট্রিক তার জড়ানো এবং বৃদ্ধের হাতে একিরকম তার ধরা।

তারাই সঙ্গে সঙ্গে খবর দেন চুচুড়া থানায়। চুচুড়া ইমামবাড়া হসপিটালে তাদের নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষনা করা হয়।

খবর পেয়ে দম্পতির মেয়ে জামাই নাতিরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় সদ‍্যপ্রাক্তন কাউন্সিলর সৌমিত্র ঘোষ চলে আসেন। তাদের মেয়েরা জানিয়েছেন, নারকেল গাছ ভেঙে পড়া নিয়ে তর্ক বিতর্ক হয় ভাইপোর সঙ্গে। তবে ঘটনাটা প্রাথমিকভাবে আত্মহত‍্যা মনে হলেও আত্মহত‍্যা না খুন তা নিয়ে সন্দেহ আছে।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...