Home জেলার খবর দেহে জড়ানো বিদ্যুতের তার, চুঁচুড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ

দেহে জড়ানো বিদ্যুতের তার, চুঁচুড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ

বিদ‍্যুতের তার জড়িয়ে চুচুড়ায় মৃত‍্যু বৃদ্ধ দম্পতির

হুগলী জেলার তালডাঙায় শরীরে বিদ‍্যুতপৃষ্ট হয়ে মারা গেলেন বৃদ্ধ দম্পতি। মৃত দম্পতির নাম গঙ্গাধর দাস(৮০) ও জ‍্যোতি দাস(৭০)।

স্থানীয় সুত্রে খবর, গত ৫০ বছর ধরে একটি ছোট বাড়িতে বাস করতেন ওই দম্পতি। তাঁদের দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। মৃত গঙ্গাধর ইলেকট্রিকের কাজ করতেন পরে অবশ‍্য বেসরকারী প্রতিষ্ঠান ও তিনি একটি কারখানায় গার্ডের কাজ করতেন। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে কাজ কমতে আসে। সেই কারণে পাড়ায় একটি চপের দোকানে সাহায্য করতেন। এখন আর সেরকম ভাবে কারোর সাথে কথা বলেন না

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এক ব‍্যক্তি কোনো দরকারে তাঁকে ডাকাডাকি করছিলেন। দীর্গক্ষন ডাকাডাকি করে সাড়া না মেলায় পাশের বাড়ির লোকদেরও ডাকেন ও তারাও ডাকাডাকি করেন। কিন্তু কোন উত্তর না পাওয়ায় শেষমেষ তারা দম্পতির ঘরে দরজা খুলে ঢুকে পড়েন। দরজা খুলে দেখেন দুজনে মাটিতে পড়ে আছেন। বৃদ্ধার পায়ে ইলেকট্রিক তার জড়ানো এবং বৃদ্ধের হাতে একিরকম তার ধরা।

তারাই সঙ্গে সঙ্গে খবর দেন চুচুড়া থানায়। চুচুড়া ইমামবাড়া হসপিটালে তাদের নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষনা করা হয়।

খবর পেয়ে দম্পতির মেয়ে জামাই নাতিরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় সদ‍্যপ্রাক্তন কাউন্সিলর সৌমিত্র ঘোষ চলে আসেন। তাদের মেয়েরা জানিয়েছেন, নারকেল গাছ ভেঙে পড়া নিয়ে তর্ক বিতর্ক হয় ভাইপোর সঙ্গে। তবে ঘটনাটা প্রাথমিকভাবে আত্মহত‍্যা মনে হলেও আত্মহত‍্যা না খুন তা নিয়ে সন্দেহ আছে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...