পশ্চিমবঙ্গে উন্নয়নের নামে চলছে লুটপাট, বেহাল রাস্তা প্রসঙ্গে বললেন শেওড়াফুলি মন্ডলের সম্পাদক তারাপদ দাস
দীর্ঘদিন ধরে বৃষ্টি হলেই ভোগান্তি হচ্ছে বৈদ্যবাটী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাষী পাড়া এলাকার বাসিন্দাদের, নিকাশী ব্যবস্থার পাশাপাশি খুবই খারাপ অবস্থা রাস্তার। বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়। পৌরসভায় একাধিক বার জানিয়েও মেলেনি সুরাহা।
তবে রাস্তাঘাট ও নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা শুধু ১১ নম্বর ওয়ার্ডেই নয় বৈদ্যবাটী পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা ভোগ করছেন এই সমস্যা জানিয়েছেন
শেওড়াফুলি মন্ডলের সভাপতি স্নেহাংশু মহন্ত।
পশ্চিমবঙ্গে উন্নয়ন নয় বরং লুটপাট চলছে বলে মন্তব্য করেন শেওড়াফুলি মন্ডলের সম্পাদক তারাপদ দাস। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উন্নয়নের উদ্দেশ্যে পাঠানো অর্থ দিয়ে লুটপাট চালাচ্ছে তৃণমূল। বৈদ্যবাটী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই রাস্তা জলে ডুবে স্থায়, এলাকার বাসিন্দাদের ঘরে জল ঢুকে যায়। পৌরসভাকে বারবার জানানোর পরেও সমস্যার সমাধান করা হয়নি। অবলম্বে পৌরসভা যদি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপির কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ ঘেরাও করবে পৌরসভা। দ্রুত সমস্যার সমাধান না হলে শেওড়াফুলি মন্ডলের বিজেপি কর্মীরা বৃহত্তর আন্দোলনের পথে পা দেবে বলেও মন্তব্য করেন তিনি।