মায়ের মুখে স্কুল খোলার নাম শুনেই কেদে ওঠে শিশূ, ভাইরাল সেই মজাদার ভিডিও
করোনা ভাইরাসের জন্য আজ প্রায় সকলেই গৃহবন্দী। মারন ভাইরাসের প্রকোপ রুখতে সরকারের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। আর সেই কারনে, স্কুল থেকে কলেজ, অফিস সবই চলছে অনলাইন মারফত। আর সেই কারনেব্যতিব্রস্ত সকলেই। আনলকের বিভিন্ন ধাপে অফিস কাছারি খোলা হলেও খোলেনি স্কুল কলেজ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে দিকে তাকিয়ে সকলে। কিন্তু রয়েছে ব্যতিক্রমও। যেমন এই খুদে পড়ুয়ার মত বেশ কিছু শিশু। স্কুল খোলার কথা শুনেই কান্নায় ডুকরে উঠছে সে। আর এই ঘটনায় হাসি আটকে রাখা ভার।
প্রাক্তন অর্থমন্ত্রী সচিব অরবিন্দ এই ভিঢিও টুইট করে বলেছেন, এবারে কী বা করা সম্ভব।স্কুল খোলার কথা শুনেই কেদে ওঠে এই শিশু।
ভিডিওতে শিশুর মা শিশুকে বলেন, এসো হাত তোলো আর দোয়া কর স্কুল খোলার জন্য। আর এই কথা শুনেই কেদে ওঠে শিশুঠি। তার কান্না দেখে ধুটোপুটি আশেপাশের সকলে।
Ab kya karen!! 😂😂 pic.twitter.com/qpws0sxrR7
— Dr Arvind Mayaram اروند مایارام अरविंद मायाराम (@MayaramArvind) August 10, 2020