সর্ষে ছড়িয়ে হুগলীর লোককে বোকা বানিয়েছে মুখ্যমন্ত্রী – দাবি দিলীপ ঘোষের
হুগলী বিজেপি সংগঠনের সভাপতি গৌতম চ্যাটার্জির উদ্যোগে বুধবার মদন মোহনতলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চ্যাটার্জি।
আর এদিন লকেট ও দিলীপের হাত ধরে তৃনমুলের সংখ্যালঘু কর্মীরা এই মিটিংয়ে যোগদান করেন। সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারকে বিদ্রুপ দিলীপ ঘোষের। তিনি বলেন, এখন সিঙ্গুরে কিছু হয় না। মাঠে ঘাটে ছোট ছোট চারা জন্মেছে। কয়েকদিন পর সবুজ ঘাসে ভরে যাবে সিঙ্গুর। ধানও গজিয়েছে আর কয়েকদিনপর দিদির শাড়ির রঙের কাশফুলও জন্মাবে।
সিঙ্গুরে সর্ষে ছড়িয়ে হুগলীর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।