বান্ধব প্রকল্পের শিলান্যাস করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কর্ম সংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্পের ঘোষণা। পরিবেশ রক্ষার দিকে নজর দিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ভার্চুয়াল মিটিংএ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 200 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্প গুলি বাস্তবায়িত করা হবে ইউরোপের একাধিক দেশের সহযোগিতায়।
করোনা পরিস্তিতির মধ্যেই কাজের কোনো খামতি না রেখে কাজ অনবরত ঠিক এগিয়ে চলেছে। এই কাজের সঙ্গে যুক্ত সংস্থা গুলিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়ে বলেন চর্ম শিল্প কেন্দ্রগুলোর মধ্যে বানতলা চর্মনগরী বিশ্বের সেরা কেন্দ্র গুলির মধ্যে একটি।
শুধু এই কেন্দ্রগুলোর মধ্যে এখানে রাজ্য তো বটেই ভিন রাজ্যের শিল্পদ্যোগীরাও বিনিয়োগ করেছেন। চেন্নাই ও লখনৌ থেকে সারা মিলেছে। মাননীয়া জানিয়েছেন এর ফলে প্রায় ৫ লক্ষ্য কর্মসংস্থান হবে। যার ফলে অনেক কর্মহীন মানুষ কাজ পাবে।