শিয়ালাগুড়ি শ্মশান এলাকায় লরি সমেত ব্রিজ ভেঙে পড়ে গেল জলে
ব্রিজ ভেঙে পড়ে গেল বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে বুধবার পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালগুড়ি শ্মশান এলাকায়।
পান্ডুয়া ও ধনিয়াখালিকে যুক্ত রাখা এই ব্রিজটি অনেকদিন আগে থেকেই ভাঙা ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা জানিয়েছেন এই ব্রিজ দিয়ে সাইকেল নিয়ে যাওয়াও বিপজ্জনক আর সেখানে গাড়ি নিয়ে যাওয়া তো একেবারেই অনুচিত।
পঞ্চায়েতের তরফে রাস্তার দুদিকে ‘ দুর্বল সেতু’ চিহ্নিত করে লাগানো হয়েছিল।
তবুও অন্ধকার রাতে প্রায়শই ভারী যানবাহন পারাপার করত এই ব্রিজ দিয়ে।
বুধবার সকালে হাটতলা থেকে শিয়ালাগুড়ি হয়ে ধনিয়াখালির দিকে যাচ্ছিল বালিবোঝাই লরি৷ সেই সময় হঠাৎ ভেঙে পড়ে লড়ি সমেত ব্রিজটি।
ভয়ানক শব্দে এলাকাবাসীরা ছুটে এসে দেখে ডিভিসির জলে পড়ে আছে বালি বোঝাই লরি, ব্রিজ ভেঙে গেছে। সকলে মিলে উদ্ধার করে আহত লরির ড্রাইভার ও খালাসীকে। দুই ব্লকের সংযোগকারী
ব্রিজটি ভেঙে যাওয়ায় এরপর কিভাবে দুই ব্লকের মানুষ যাতায়াত করবেন তা নিয়ে চিন্তিত এলাকাবাসী।