Home জেলার খবর "এ যেনো মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে" মৃতদেহ উদ্ধার হুগলীর জেলার গোঘাটে।

“এ যেনো মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে” মৃতদেহ উদ্ধার হুগলীর জেলার গোঘাটে।

হুগলী জেলার গোঘাট যেনো দিন দিন পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। নয় খুন, নয় আত্মহত্যা একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে গোঘাটে। অনেকেরই দাবী হুগলি জেলার গোঘাট এর বিধানসভা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

শুক্রবার হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রামপঞ্চায়েতের সিংরাপুর এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাক্তির নাম সদানন্দ দে, বয়স ৩৩।এলাকাবাসী জানায় মৃত ব্যক্তি পেশায় দর্জি ছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবারও তিনি নিজের দোকান খুলতে আসেন। কিন্তু কিছুক্ষণ থাকার পর ভিতর থেকে তিনি দোকান বন্ধ করে দেন। অনেকক্ষণ দোকান বন্ধ থাকার ফলে আসপাশের লোকের সন্দেহ হয়।এরপর এলাকাবাসী অনেক ডাকাডাকি করে সারা না পাওয়ায় তারা দোকানের দরজা ভাঙতে বাধ্য হয়। দোকানের দরজা ভাঙতেই তারা দেখেন ওই ব্যাক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়েছে।আত্মহত্যার সঠিক কারণ এখনো কিছু জানা যায় নি। কিন্তু বিধানসভা এলাকায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীকে যথেষ্ট চিন্তায় ফেলেছে।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...