Home জেলার খবর "এ যেনো মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে" মৃতদেহ উদ্ধার হুগলীর জেলার গোঘাটে।

“এ যেনো মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে” মৃতদেহ উদ্ধার হুগলীর জেলার গোঘাটে।

হুগলী জেলার গোঘাট যেনো দিন দিন পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। নয় খুন, নয় আত্মহত্যা একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে গোঘাটে। অনেকেরই দাবী হুগলি জেলার গোঘাট এর বিধানসভা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

শুক্রবার হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রামপঞ্চায়েতের সিংরাপুর এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাক্তির নাম সদানন্দ দে, বয়স ৩৩।এলাকাবাসী জানায় মৃত ব্যক্তি পেশায় দর্জি ছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবারও তিনি নিজের দোকান খুলতে আসেন। কিন্তু কিছুক্ষণ থাকার পর ভিতর থেকে তিনি দোকান বন্ধ করে দেন। অনেকক্ষণ দোকান বন্ধ থাকার ফলে আসপাশের লোকের সন্দেহ হয়।এরপর এলাকাবাসী অনেক ডাকাডাকি করে সারা না পাওয়ায় তারা দোকানের দরজা ভাঙতে বাধ্য হয়। দোকানের দরজা ভাঙতেই তারা দেখেন ওই ব্যাক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়েছে।আত্মহত্যার সঠিক কারণ এখনো কিছু জানা যায় নি। কিন্তু বিধানসভা এলাকায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীকে যথেষ্ট চিন্তায় ফেলেছে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...