আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশ বিদেশের প্রচুর মানুষ সহ বলিউডের সেলিব্রিটিরাও।
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে তিনি জন্মগ্রহণ করেন।
২০১৯ সালের ৩০শে মে ভারতের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। আজ মহালয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কার্যক্রম।
আর এই বিশেষ দিনে প্রান্তিক মানুষের পাশে দাড়াতে ভারতীয় জনতা পার্টি শেওড়াফুলি মন্ডলের পক্ষ থেকে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ, প্রান্তিক মানুষদের কথা ভেবে এদিন বিজেপি মন্ডলের পক্ষ থেকে কেক, মিষ্টি, চকলেট, বিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয় প্রান্তিক মানুষদের।
মহৎ এই কার্যক্রমে উপস্থিত ছিলেন শেওড়াফুলি মন্ডলের সভাপতি, স্নেহাংশু মোহান্ত, রাজ্য কমিটির সদস্য মাননীয় দেবজিৎ সরকার মহাশয়, জেলা সহ সভাপতি মাননীয় অশোক শেঠ, ড: সন্তোষ সিং জেলা সাধারণ সম্পাদক মাননীয় অমানিশ আইয়ার এবং বিজেপির সদস্য ও কর্মীবৃন্দ।