হুগলী জেলার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে বিজেপির অবৈধ পার্টি অফিস ভেঙে দিল পৌরসভা। বিজেপির পক্ষ থেকে জন পরিষেবার নাম করে একটি পার্টি অফিস খোলা হয়েছিলো। পার্টি অফিস টি খোলা হয় একটি দোকানের সামনে।
কয়েক দিন আগে সেই দোকানের মালিক প্রতিবাদ জানায়। কিন্তু তা সত্বেও কোনোরকম গুরুত্ব দেওয়া হয় নি পার্টির পক্ষ থেকে। যার ফলে দোকানের মালিক ও এক মহিলা পার্টি অফিসের জিনিসপত্র নিয়ে সরিয়ে দিতে গেলে সেখানে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়।
এরপর দোকানদার দ্বারস্থ হয় পৌরসভার, এবং পৌরসভা থেকে দোকানের সামনে থেকে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। যাতে উত্তেজনার সৃষ্টি হয় সেই জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান শ্রীকান্ত মুখার্জি। তিনি নিজে উপস্থিত থেকে পৌরসভার কর্মীদের দ্বারা পার্টি অফিস ভেঙে দেন।
দোকানের মালিক মিঠু দত্ত অত্যন্ত খুশি হন এবং জানান “বিজেপি নেতা নিমাই দত্ত জোর করে আমার দোকানের সামনে পার্টি অফিস খোলেন। আমি পৌরসভার কাছ থেকে সাহায্য পেয়ে খুব খুশি। কাল থেকে আমি আবার আমার দোকান খুলতে পারবো”।
Breaking News: হুগলী জেলায় বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হলো।
- Advertisment -