বিজেপির এক নতুন উদ্যোগ মেয়েদের মার্শালাট শেখানো। এখন গোটা দেশ হাসরত কাণ্ড নিয়ে উত্তাল ঠিক সেই মুহূর্তে মেয়েদের সুরক্ষার কথা নিশ্চিত করতে এগিয়ে এলো বিজেপি। মেয়েদের মার্শালাট শেখানোর উদ্যোগ নিলেন ভারতীয় জনতা পার্টি। উত্তর কলকাতার মহিলা মোর্চার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এই উপলক্ষে তারা একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগা সোসাইটির সম্পাদক অভিজিৎ ঘোষ। তার সাথে উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষণের শিক্ষক মৌসুমী পাল।
উত্তর কলকাতার মহিলা মোর্চার শ্বেত সিনহা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন। প্রথমে ৫০ জন মেয়েকে মার্শালাট প্রশিক্ষণ দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
“নারীরা নিজেদের রক্ষা নিজেরাই করবে” এই লক্ষ নিয়েই বিজেপি এর নতুন প্রয়াস
- Advertisment -