Home দেশ বাঙালি হয়ে শহীদ ক্ষুদিরাম বসুর এমন অপমান কেন করলেন পরিচালক? তা নিয়ে...

বাঙালি হয়ে শহীদ ক্ষুদিরাম বসুর এমন অপমান কেন করলেন পরিচালক? তা নিয়ে ক্ষুব্ধ নেট দুনিয়া…

ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি আক্রমনের মুখে জি ফাইভ

শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসু,যিনি স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ, ১৮ বছর বয়সেই দেশের জন্য মৃত্যু বরণ করেন তার ছবি স্থান পেল থানার দেওয়ালে টাঙানো দাগী অপরাধীদের ছবির পাশে ।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে রিলিজ হওয়া কুনাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে অভিনীত ওয়েব সিরিজ ‘অভয়-২’ এর একটি এপিসোডের দৃশ্যে দেখা যায় থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি।

কয়েকদিন আগেই ১১ অগস্ট দেশজুড়ে পালিত হয়েছে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এমন মানুষের স্থান মোস্ট ওয়ান্টেডদের তালিকায় দেখে ক্ষুব্ধ বাঙালিরা, রবিবার সকাল থেকেই সমালোচনার ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বই নিবাসী কেন ঘোষ যিনি এই ওয়েব সিরিজের পরিচালক তিনি
নিজে একজন বাঙালি হয়ে শহিদ ক্ষুদিরামের এমন অপমান কেন করলেন তা নিয়ে ক্ষুব্ধ নেট দুনিয়া।

এই ঘটনার দায় গোটা ইউনিটেরই এমনটাই মত নেট নাগরিকের একাংশের । দর্শকের নজরের আড়াল হল না অথচ এত বড় শ্যুটিং ইউনিটে কলাকুশলী, এত মানুষের নজরে একবারও পড়ল না এমন ভুল।
এমন ভুলকে কার্যত ক্ষমার অযোগ্য বলে মনে করছেন
নেটিজেনরা।

বঙ্গ নেটিজনরা অবশ্য এমন অপরাধের জন্য জি ফাইভ কর্তৃপক্ষ এবং এবং পরিচালকের নিঃশর্ত ক্ষমার দাবি তোলেন।
ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে এবং বিবৃতিতে জি ফাইভ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে দর্শকদের মনে আঘাত দেওয়া বা এমন বীর শহিদ কে অপমান করা ইউনিটের উদ্দেশ্য নয়। দর্শকদের ফিডব্যাক পেয়ে নির্দিষ্ট অংশের ছবি ব্লার করে দেওয়া হয়েছে বলে জানায় তারা৷

এরপর নেটিজনরা মন্তব্য করেন দায়সারা ভাবে কর্তৃপক্ষ যতই ক্ষমা চেয়ে নিক, ক্ষমার অযোগ্য এমন অপরাধ।

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...