হুগলির মেয়ে বাংলাদেশের জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হল শুক্রবার
হিন্দু ভারতীয় মহিলা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যাকে জেরা করার পর পাওয়া বিভিন্ন তথ্যে হতবাক বাংলাদেশের গোয়েন্দারা। নব্য জেএমবি র নারী বাহিনীর সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত পশ্চিম কেশবপুর গ্রামের বাসিন্দা, জন্মসূত্রে এই ২৫ বছর বয়সী মহিলা জঙ্গি হিন্দু ছিলেন, তখন নাম ছিল প্রজ্ঞা দেবনাথ। নবম শ্রেনিতে পড়ার সময় ধর্মান্তরিত হয়, এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেএমবি র নারী শাখার প্রধান আসমানি খাতুন আসমার সঙ্গে পরিচয় হয় এবং জেএমবি তে অংশগ্রহণ করে। তারপর ভুয়ো নথির মাধ্যমে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র তৈরী করে কখনো বাংলাদেশ তো কখনো পশ্চিমবঙ্গ, এভাবেই চলছিল। এক বাংলাদেশির সঙ্গে বিবাহ করেন বলেও জানা গেছে, তাঁর সেই বাংলাদেশি স্বামী জঙ্গি সংগঠনটিকে মোটা টাকা দেয় বলেও জানা গেছে।
সংগঠনে মোহনা খুব বড় ধরনের জঙ্গি না হলেও কোনো ভারতীয় এভাবে বাংলাদেশের জঙ্গি সংগঠনে অংশ নেওয়ার ঘটনায় তাজ্জব পুলিশ কর্তারাও।
শুত্রবার তাকে গ্রেফতার করা হয়। ধরা পড়ে একটুও ঘাবড়ায় নি সে বরং ঠান্ডা মাথায় সব উত্তর দিয়েছে, জানিয়েছে কিভাবে সে দুদেশে যাতায়াত করত, আশ্রয় নিত মাদ্রাসায়।