সুবিচার পাননি তনুশ্রী দত্ত! বাধ্য হয়ে কাজ করছেন আইটি সেক্টরে
একসময় নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। কীভাবে তাকে ইন্ডাস্ট্রিতে দিনর পর দিন গঞ্জনা সহ্য করতে হয়েছে, অত্যাচার সহ্য করতে হয়েছে, বিদ্রুপ সহ্য করতে হয়েছে তার পরিবারকেও। ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়ার পর মুখ খুললেন তিনি। নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ আনা সত্বেও তিনি অভিনয় জগতে ফের সুযোগ পেলেন, তবে আর সুযোগ পেলেন না তনুশ্রী। এখন নেপোটিজম নিয়ে সরব বলিউড, অথচ যখন তনুশ্রী স্বজনপোষন নিয়ে মুখ খুলেছিলেন তখন কী সবাই মুখে কুলুপ এটে ছিলেন?
দুর্নীতির ঘাটি, খারাপ মানুষে ভর্তি। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই কী করে বলিউডে হেনস্থা করা হয়।
আরও জানান, করোনাভাইরাসের কারনে আমেরিকায় সব ইভেন্ট, শো বন্ধ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে লস এঞ্জেলসে আইটি ট্রেনিং নিয়ে ৯ – ৫ টার শিফটে ডিউটি করছেন তিনি।নইলে তিনি বিল মেটাতে পারছেন না, একদম টাকা নেই হাতে। প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়স থেকেই তিনি রোজগার করেন। সাহায্য করেন পরিবারকেও।
তা সত্বেও তিনি বলিউডকে মিস করেন এখনও। মিস করেন জিম, স্যুইমিংকেও।তবে সুযোগ পেলে তিনি আবার ফিরে আসতে চান বলিউডে।