চাকরির ক্ষেত্রে কোনো সংরক্ষণ হবেনা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকার নয় এটা। ওবিসি কোটা নিয়ে সম্পূর্ণ স্পষ্ট ভাবে এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এই দিন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ সংরক্ষণের অধিকার দাবি করতে পারবে না। এটি কারোর মৌলিক অধিকার নয়। যার জন্য কেউ যদি কোটার সুবিধা থেকে বঞ্চিত হয় তবে তা সংবিধানের আইন লঙ্ঘন নয়।
এর আগে তামিলনাড়ু মেডিক্যাল কলেজে থেকে ওবিসি কোটা নিয়ে মামলা করা হয়েছে। বলা হয়েছে ওবিসি কোটায় আসন না থাকাটা মৌলিক অধিকার আইন এর বিপক্ষে। এই বলে আর্জি জানানো হয়।
পিটিশনে বলা হয় তামিলনাড়ুর হিসেব অনুযায়ী ওবিসি প্রাথীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। কিন্তু তামিলনাড়ু মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না।
পিটিশন দায় করেছে সিপিএম ও ডিএম। আদালতের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল এই মর্মে আবেদন করলে তা শীর্ষ আদালতে স্বাগত জানানো হবে। কিন্তু প্রশ্ন একটাই ভারতে কবে কোটা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হবে।