স্বস্তিকার পোষাকের আড়ালের অন্তবাসের উকিঝুকি! সমালোচনায় নেটদুনিয়া
স্বস্তিকাকে নিয়ে নেটদুনিয়ার মাথাব্যথা যেন বরাবরই একটু বেশী। আর তার মধ্যেই সম্প্রতি তাসের ঘরের পোস্টারে দেখানো স্বস্তিকার পোষাকের আড়ালে অন্তবাসের উকিঝুকি – যেন আগুনে ঢালে ঘি। তা নিয়ে রীতিমতো সরগরম নেটদুনিয়া।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ” তোমার কালো অন্তবাসের ছোয়ায় আমি হতাশ!”, আরও এক নেটিজেন মন্তব্যে জানান, ” পরিচালক পোস্টারে কেন ব্রা এর স্ট্র্যাপ দেখালেন জানতে ইচ্ছে করছে। তা হলে কী ধরে নেব এর সঙ্গে গল্পের কোন যোগ রয়েছে?”
আর এরপর কী করে স্বস্তিকা চুপ থাকতে পারেন। টুইটারে সকলের হয়ে জবাব দেন তিনি, ” নায়কদের কেন আন্ডারওয়ারে দেখানো হয় পোস্টারে? সেটা কী বক্স অফিসের লক্ষীলাভে সাহায্য করে? কোন দিন জানতে চেয়েছেন? না, কারন তা যে এত কুল ও ক্যাজুয়াল কারোর মাথাতে তো আসেই না। আর এদিকে মেয়েদের পোষাকের ফাঁক দিয়ে অন্তবাস উকি মারলে লোভের চোখের লুকোচুরি? হাজার প্রশ্ন? এটাকেও কেন সাধারন ভাবে নিতে পারেনা সমাজ?”