ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার অভিনেতা স্বস্তিকা দত্ত মিউজিক ভিডিওতে মুখ্য ভূমিকায়। কিন্তু এবারে একেবারে নতুন অবতারে দেখা মিললো তার.
১৯শে অক্টোবর মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও “ঠাকুর জামাই“. এই মিউজিক ভিডিওতে একেবারে অন্য লুকে দেখা গেলো স্বস্তিকা কে. ‘ঠাকুর জামাই‘ ভিডিওটার পরিকল্পনা এবং পরিচালনা জোনাই সিং.
মিউজিক ভিডিওতে স্বস্তিকার দেখা মিলেছে ‘রেড হট লুকে‘। এছাড়াও এই প্রথম, কোরিওগ্রাফার, অভিনেত্রী জিনা মদিনা এবং ওয়ার্ল্ড সালসা চ্যাম্পিয়ন, কলম্বিয়া থেকে আন্দ্রেস লেইটনের এক সূত্রে বাধা পড়েছেন এই গানে।
ঠাকুর জামাই গানটি গাওয়া হয়েছে তিনটি ভাষায়। ‘সারেগামাপা‘ খ্যাত শিল্পী হৃতি টিকাদার গানটি গেয়েছেন। এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন সুদর্শন চক্রবর্তী। এই গানে স্বস্তিকার সাথে পা মিলিয়েছেন কোরিওগ্রাফার স্যান্ডি। এই গানের সুরকার সোম চক্রবর্তী। এই গানের গীতিকার সোহম মজুমদার।
গানের মধ্যে রয়েছে পাশ্চাত্যের ছোঁয়া। বলতে গেলে গানটিকে একেবারে নতুন আঙ্গিকে পরিবেশন করা হয়েছে। গানটি দেখতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন: