করোনা প্রকোপ খানিক শান্ত হতে না হতেই এই শীতের মরসুমে নাট্যপিপাসু দর্শকদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া নাট্যোৎসবে অভিনীত নাটকগুলির দর্শনলাভ । তেমনি একটি নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে গেল গত ৩১ শে ডিসেম্বর ২০২০ কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে । আয়োজক সংস্থা নেতাজীনগর সরস্বতী নাট্যশালা । এটি ছিল তাদের চতুর্থবর্ষের নাট্যোৎসব ( প্রথম পর্যায়) । সেদিন এই উৎসবে সরস্বতী নাট্যসম্মানে সম্মানিত হলেন প্রবাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব শ্রী পঙ্কজ মুন্সী । তাকে এই সম্মানে সম্মানিত করলেন আরেক নাট্যব্যক্তিত্ব শ্রী প্রকাশ ভট্টাচার্য ।
এই দিন সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের নাটক ঋতুপর্ণ ঘোষ ।
দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন এই নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের অমল আলো মঞ্চে অনুষ্ঠিত হবে । এদিন সন্ধ্যা ৬ টায় অঙ্গন বেলঘরিয়া প্রযোজিত ফিরে পাওয়া এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে সবুজ সাংস্কৃতিক কেন্দ্র প্রযোজিত বৃষ্টি-র অভিনয় প্রদর্শিত হবে ।
সৌরজিৎ বাবু আরও জানালেন এই নাট্যোৎসব এর তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙায় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে ২১ শে ফেব্রুয়ারি ২০২১ । উক্ত দিনে সন্ধ্যা ৬টায় অশোকনগর নাট্যমুখ প্রযোজিত গান্ধারী এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে উদীচী গোবরডাঙার উড়োমেঘ নাটকটি অভিনীত হবে ।
এই নাট্যোৎসবের চতুর্থ ও শেষ পর্যায়ের আসর বসবে কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে ৯ ও ১০ ই মার্চ ।।