Home জেলার খবর উত্তরপাড়ায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী তরুণী

উত্তরপাড়ায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী তরুণী

কয়েকদিন আগেই বলিউডের তরুন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিলো গোটা দেশ। বলিউডের এই প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেনি অনেকেই। এখনও শোকাহত তাঁর ফ্যানেরা। দুঃখের পরিমান একটু বেশিই কারণ এই সবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন! অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে এরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। এই ঘটনাটি ঘটেছে হুগলী জেলার উত্তরপাড়ায়। আজ, বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।

হুগলী উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছর বয়সী এই তরুণী। তার নাম অরুন্ধতী দাস। কোলকাতার আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরি চলে গিয়েছিল তার। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কয়েকমাস যাবত। এরই মধ্যে যখন ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি তখন গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন- ‘তুমি রবে নীরবে’। অভিনেতার মৃত্যু তাঁকে ভিতর থেকে কাঁদিয়ে তুলেছিলো। বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী, তারপর স্নান করতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি দেখে তাঁকে ডাকাডাকি করেন তাঁর বাড়ির মানুষজন। কিন্তু শত ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। তারপর দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে তাঁর দেহ। তৎক্ষণাৎ তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...