অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্টেও উঠে আসল একই তথ্য
গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের, মুম্বাই পুলিশের প্রকাশিত দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টও স্পষ্টতই জানানো হয়েছে যে ফাঁস লাগার কারণেই দমবন্ধ হয়ে মারা যান সুশান্ত সিং রাজপুত। অভিনেতার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি,পরিষ্কার ছিল তার নখও, তাই অভিনেতা আত্মহত্যাই করেছিলেন এমনটাই জানানো হয়েছে রিপোর্টে। পাঁচজন চিকিৎসক
সই করেছেন এই রিপোর্টে।
রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অভিনেতার সংরক্ষিত ভিসেরা।
এর আগে প্রকাশিত সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টেও
একই কথা বলা হয়েছিল, সেই রিপোর্টে সই ছিল তিনজন চিকিৎসকের৷
জানা গেছে ফরেনসিক রিপোর্টের জন্য ফরেনসিক বিভাগে চিঠি পাঠিয়েছে মুম্বাই পুলিশ। দ্রুতই এসে যাবে
তাঁর ফরেনসিক পরীক্ষার রিপোর্ট।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে তার পরিচিত দের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সুশান্ত সং এর বাবা , তিন দিদি, রাঁধুনি, পরিচারক, সিদ্ধার্থ পিঠানি, চাবিওয়ালা, ক্রিয়েটিভ কন্টেন্ট ম্যানেজার, বিজনেস ম্যানেজার, প্রথম সিরিয়ালের পরিচালক, মুকেশ ছাবরা, চার্টাড একাউন্টেন্ট সঞ্জয় শ্রীধর, রিয়া চক্রবর্তীকে সহ ২৩ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।
সুশান্ত সিং এর আত্মহত্যার নেপথ্যে কি কারণ তা এখনো অজানা, তার ভক্ত থেকে তার বন্ধুরা অনেকেই চাইছেন সিবিঅাই তদন্ত হোক।