আত্মহত্যা না পরিকল্পিত খুন, কোনটা সত্যি কারণ তরুণ অভিনেতা সুশান্ত সিং এর মৃত্যুর, প্রশ্ন ছিল সকলের মনেই। সুশান্তের আত্মহত্যার পর বলিউডের একাংশ দাবি জানায় এই আত্মহত্যার নেপথ্যে আছে বলিউড দুনিয়ার কিছু মানুষ । সেই সন্দেহেই অবশেষে করণ জোহর, সলমান খান, সঞ্জয়লীলা বনসালি, আদিত্য চোপড়া, একতা কাপুর, সাজিদ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে বিহার আদালতে মামলা রুজু হয়েছে ৷ বিহারের মুজাফরপুরে মামলা
রজু হয়েছে ৩০৬,১০৯,৫০৪,৫০৬ ধারায়, মামলা রজু করেছেন
আইনজীবী সুধীর কুমার ওঝা, এই মামলার শুনানি হবে ৩ জুলাই।
আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, সুশান্ত সিং রাজুপুতকে প্রায় ৭ টি ছবি থেকে সরিয়ে নেওয়া হয়, আটকে দেওয়া হয় বেশ কয়েকটি ছবির রিলিজ, তিনি অভিযোগ করেছেন, যে কারণে অভিনেতা মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, যার চূড়ান্ত পরিনতি নিজেকে শেষ করে দেওয়া, এই মর্মান্তিক পরিনতির পেছনে দায়ি এইসব কারণ, এই অভিযোগে তিনি মামলা দায়ের করেন।
বিহারের গ্রাম থেকে বলিউডে নিজের পরিচয় বানিয়ে তোলে মেধাবী সুশান্ত সিং রাজপুত, পর্দায় ধোনীর চরিত্রে হুবহু ফুঁটিয়ে তোলে নিজেকে, কিন্তু বেশ কিছুদিন ধরে ভুগছিলেন অবসাদে, বলিউড জগত থেকে ক্রমশ মানষিক চাপ সৃষ্টি করা হচ্ছিল তার উপর।
তার পরিবারও জানিয়েছে সে আত্মহত্যা করতে পারে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। মাত্র ৩৪ বছর বয়সে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিতে এই উজ্জ্বল প্রতিভাবান অভিনেতাকে সেই রহস্য সমাধানে তৎপর আইনজীবী সুধীর কুমার ওঝা।