বিশ্বাস না হলেও এটাই সত্যি, অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই!
অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই, রবিবার মুম্বাইয়ে নিজ বাসভবনে তাঁর আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা বলিউডের পাশাপাশি অবিশ্বাস্য এই ঘটনায় ভীষণ ভাবে আহত তার ভক্তরা। ৩৪ বছর বয়সী প্রতিভাবান এই অভিনেতা ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও সাফল্য পেয়েছেন। বহু হিট ছবি তিনি উপহার দিয়েছেন তার ভক্তদের। ২০১৯ এ তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছিছোড়’, বক্স অফিসে বিশাল ব্লকবাস্টার ছিল। ‘কাই পো চে, ‘পিকে’ এবং ‘কেদারনাথ’ এর মতো দুর্দান্ত হিট ছবি ছিল তার ঝুলিতে, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, তে তিনি ভারতের বহু প্রিয় ক্রিকেটার ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন।
সম্পর্কের টানাপোড়েন, বার বার সম্পর্কে বিচ্ছেদ হলেও সম্প্রতি রিয়া চক্রবর্তীর সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল, এদিন তার বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি বলেই জনিয়েছে পুলিশ, দীর্ঘ বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন বলে জানা গেছে, পাঁচ দিন আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা বহুতল থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন, দিশা একসময় রিয়া চক্রবর্তীরও ম্যানেজার ছিল, এই দুই মৃত্যুতে কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত সাপেক্ষ। ২০২০ সালে আবারও এক উজ্জ্বল নক্ষত্রের অকাল প্রয়াণে সকলেই গভীর শোকাহত, ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের প্রতিভাকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি, আরও অনেকে ভালো ছবি উপহার দেওয়ার আগেই চিরবিদায় নিলেন তিনি। আত্মহত্যাই সমস্যার সমাধান নয় এই কথা নিজের ছবিতে বলেও এই পথ তিনি নিজে কেন বেছে নিলেন সবার মনে সেটাই একমাত্র প্রশ্ন৷