অবিকল “সুশান্ত” কে নিয়ে ছবি, রিলিজ হল তার পোস্টার
সুশান্তের ভূমিকায় অভিনয় করছে শচীন তেওয়ারী। গত একমাসে এই নামটি শোনেন নি এমন ব্যক্তি খুজেঁ পাওয়া মুশকিল। দীর্ঘদিন ধরে তিনি টিকটক স্টার নামেই পরিচিত ছিলেন। তবে এবার মুখ দেখাতে চলেছেন বড় পর্দায়। আর শচীনের রাতারাতি এই সাফল্যের কারন কী জানেন? তার অবিকল “সুশান্ত”এর মত মুখের গড়ন, চেহারা, হাঁটা চলা। তার আদব-কায়দা ও চেহারার গঠন বারবার সুশান্তকে মনে করিয়ে দেয় তার অনুরাগীদের মনে।
অভিনেতার মৃত্যুর পর সুশান্তের সঙ্গে টিকটক স্টার শচীনের অদ্ভুত মিল খুঁজে পেয়েছে নেট দুনিয়া। আর তার জেরেই সোশ্যাল মিডিয়ায় বেড়েছে তার লাইক ও ফলোয়ারের সংখ্যা। আর এবার সুশান্তের বায়োপিক নিয়েই সিলভার পর্দায় আসতে চলেছেন তিনি। ছবির নাম,’ suicide or murder, a star was lost’। ছবির প্রযোজনায় রয়েছে শমীক মৌলিক, বিজয় শেখর গুপ্ত, মিউজিক ডিরেক্টর শ্রদ্ধা মল্লিক।
সুশান্তের মৃত্যুর পরই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তার বায়োপিক রিলিজ হবে। আর সেই কথাই সত্যি হল। তবে ছবির পরিচালক অবশ্য একে বায়োপিক বলছেন না। তাদের মতে, বলিউড জগতের বাইরে থাকা অভিনেতাদের স্ট্রাগলের গল্প বলবে এই ছবি। ছোটো শহর থেকে আসা, অভিনয়ের সঙ্গে যোগ না থাকা কোন অভিনেতা যখন বলিউডের তারকা হয়ে ওঠেন আবার সময়ের সঙ্গে হাজার ভিড়ে হারিয়ে যান, কেউ বা আবার চিরকালের মতো মুছে যান। আর এইরকম অনেক গল্প নিয়ে তৈরী হচ্ছে নতুন ছবি।
তবে প্রযোজক জানিয়েছেন, এবছরে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা আছে। এর অধিকাংশ শ্যুটিং মুম্বই আর পাঞ্জাবেই হবে বলে জানিয়েছে। ২০২০ সালে ক্রিসমাসের মধ্যেই ছবি রিলিজ করার টার্গেটে আছেন নির্মাতারা। এবিষয়ে ছবির প্রযোজক আহের গুপ্ত বলেছেন,” সুশান্তের মৃত্যু টনক নড়িয়েছে আমাদের সকলের। তবে এমন ঘটনা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এর আগেও অনেকে ইন্ডাস্ট্রিতে এসে ব্যর্থ মনোরথ হয়ে আত্মহত্যার পথ বেছেছেন, আবার অনেকে স্ট্রাগল চালিয়ে যাচ্ছে। আমাদের ছবি মূলত ছোট শহর থেকে সেই সব আউটসাইডারদের নিয়ে। ছবির অন্যান্য চরিত্রের নামও জানানো হবে। সেই সঙ্গে বলিউডের ইনসাইডারদেরও ছবি দেখানো হবে।”