প্রথম সপ্তাহে প্রদীপ বিশ্বাস পরিচালিত বাংলা ছবি “Lover” সিনেমাপ্রেমী মানুষদের মন জয় করেছে. ছবিটি মুক্তি পাবার সাথেই প্রথম সপ্তাহে মানুষের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পেয়ে অনুপ্রবেশ করলো দ্বিতীয় সপ্তাহে. JR Films এর প্রযোজনায় তৈরী “Lover” ছবির প্রায় প্রত্যেকটি শো-ই হাউসফুল হয়েছে.
এই ছবি সম্পর্কে পরিচালক প্রদীপ বিশ্বাস জানান “এই অতিমারী পরিস্তিতির মধ্যে মানুষ সিনেমাহল মুখী হচ্ছিলো খুবই কম, কিন্তু “Lover” ছবিটি মানুষকে আবার সিনেমা হল মুখী করেছে. এটাই আমাদের সাফল্য. তাছাড়া ‘Lover‘ না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন, তাই আর দেরি না করে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ‘Lover’ চলছে আপনারা স্বপরিবারে যান এবং ‘Lover‘ দেখে আসুন. আশা করি আপাদের ভালো লাগবে”.
এই ছবির অভিনেতা রুদ্র জানান “প্রায় প্রতিটা সিনেমাহলেই ‘Lover‘ চলছে, আপনারা যান গিয়ে ক্যবিটি দেখে আসুন. এটি একটি মিষ্টি প্রেমের গল্প রয়েছে ছবিটিতে সাথে রয়েছে ইমোশন, ফ্যামিলি ড্রামা ও রোমান্স. আমি ও JR Films এর পুরো টিম খুবই খুশি আপনাদের এই ভালোবাসা পেয়ে, আশা করি আরো অনেক অনেক দিন ছবিটি সিনেমাহলে চলবে এবং আপনাদের মন জয় করবে”
এই ছবির মূল আকর্ষণ হলো এই ছবির গান. এই ছবির সংগীত পরিচালনা করেছেন জয়ন্ত দে. যার কথা ও সুর মানুষের মন জয় করেছে.