বাংলা ইন্ডাস্ট্রিতে সকলে তাকে একজন দক্ষ শিল্পী হিসেবেই চেনেন. যার অভিনয় সকলের মনে একটা আলাদা জায়গা তৈরী করেছে. তিনিই এবার পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে. নিয়ে আসতে চলেছেন তার প্রথম পরিচালনা করা স্বল্প দৈর্ঘ্যের ছবি. ছবির নাম “হোম“. ১৬ মিনিটের একটি নির্বাক শর্ট ফিল্ম.
অরুন্ধতী সুব্রামানিয়াম এর কবিতার ওপর ভিত্তি করে তৈরী হয়েছে এই শর্ট ফিল্মটি. ছবির DOP-র দায়িত্বে রয়েছেন মাধুরা পালিত, প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রমিতা লাহিড়ী ব্যানার্জী, দীপক বাজাজ, প্রীতম মুখার্জী এবং অরিত্রা সেন. ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভেন চ্যাটার্জী. ভোকালে রয়েছেন দীপান্বিতা আচার্য.
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুদিপা বসু, বিদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, অপরাজিতা আঢ্য, সোহিনী সরকার, তুহিনা দাস, সুপর্ণা দত্ত, শুভশ্রী প্যাটেল, রাতাশ্রী, দেবযানী চ্যাটার্জী, প্রমিতা সাহা এবং সৌরাশিনী মিত্র কে.
সূত্রের খবর অনুযায়ী পরিচালক সুজয় প্রসাদ চ্যাটার্জী জানান “অরুন্ধতী সুব্রামানিয়ামের কবিতা হোম ভীষণ ভাবে আমার মনে দাগ কেটেছিল, আর তাছাড়া ছবিটি সমাজে এক বিশেষ বার্তা বহন করবে, যেমন আমাদের সমাজে রূপান্তরকামীদের নিয়ে অনেক ভেদাভেদ বা বৈষম্য দেখানো হয়েছে, তারা স্বাধীন ভাবে কোনো উৎসবে অংশ গ্রহণ করতে পারে না, তাদের চিরকাল বঞ্চিত রাখা হয়, সেই দিক থেকে একটা সাদা-কালো নির্বাক ছবি দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি. আশাকরি দর্শকের ভালো লাগবে.”
সুজয় প্রসাদ চ্যাটার্জীর পাশে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহাগ সেন এর মতো স্বনামধন্য শিল্পীরাও.