ভাইফোঁটা বাঙালীদের কাছে একটা বিশেষ দিন. এই দিনটির জন্য প্রত্যেকটি ভাই-বোন সারা বছর অপেক্ষা করে থাকে. সেই ভাইফোঁটার পুন্য লগ্নে অন্য রকম ভাবে এক অভিনব উদ্যোগ নিয়ে ভাইফোঁটা পালন করলেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জী.
সমাজে রূপান্তরকামীরা বৈষম্যের শিকার হয়ে থাকে. এই ভেদাভেদ ও বৈষম্যের কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়. সমাজের নানান উৎসবের আনন্দ থেকেও তারা বঞ্চিত হন. ভাইফোঁটার মতো পবিত্র অনুষ্ঠানে তাদের জায়গা হয় না. তাই এবার অন্যরকম ভাবে রূপান্তরকামীদের নিয়ে ভাইফোঁটার মতো পবিত্র উৎসব পালন করলেন সুজয় প্রসাদ চ্যাটার্জী.
সুজয় প্রসাদ চ্যাটার্জীর এই মহৎ উদ্যোগে সামিল হয়েছিলেন সুদিপা বসু. ভাইফোঁটার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হোম গরিমা গৃহে. সেখানেই রূপান্তরকামীদের ভাইফোঁটা পালন করলেন শিল্পী সুজয় প্রাসাদ চ্যাটার্জী এবং সুদিপা বসু.