Home রাজ্য করোনার কবলে মারা গেলেন SSKM এর নার্স!

করোনার কবলে মারা গেলেন SSKM এর নার্স!

করোনার কবলে মারা গেলেন SSKM এর নার্স!

করোনাভাইরাসের কবলে ফের প্রান বলি হল SSKM এর এক নার্সের। ৩৪ বছর বয়সী ওই নার্সের নাম প্রিয়াঙ্কা মন্ডল। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা ছিলেন তিনি।১০ দিন টানা বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন, আর তারপর মঙ্গলবার তার মৃত‍্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা আরও সংকটজনক হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তবুও শেষরক্ষা হলনা। ফের করোনার বলি হলেন তিনি।

SSKM হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন প্রিয়াঙ্কা। তার মৃত‍্যুতে শোকপ্রকাশ করেছেন হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র। তার কথায়, কার্ডিয়োলজির আইসিইউ বিভাগে কাজ করতেন প্রিয়াঙ্কা। ওর অ‍্যাস্থমার সমস‍্যা ছিল। চলতি মাসের ১৬ তারিখ তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে SSKM এর কার্ডিয়োলজি বিভাগে ভর্তি করা হয়। এরপর তার সোয়াবের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন‍্য পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আর এরপর ১৮ তারিখে রিপোর্ট পাওয়ার পর বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।

তিনি আরও জানিয়েছেন, কোভিড হাসপাতাল না হলেও অনেক রোগী কোভিডের উপসর্গ নিয়ে দেখাতে আসেন। তারপর পরীক্ষা নিরীক্ষা করে কোভিড পজিটিভ মিললে তাকে অন‍্যত্র স্থানান্তরিত করা হয়। তাই সংক্রমনের ঝুঁকি থেকেই যায় নার্স, ডাক্তার ও অন‍্যান‍্য স্বাস্থ‍্যকর্মীদের সংক্রমনের সম্ভাবনা থেকেই যায়।

রাজ‍্যে এর আগেও করোনা সংক্রমন হয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ‍্যকর্মীদের মৃত‍্যুর ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন স্বাস্থ‍্যদপ্তরর আধিকারিকও।

- Advertisment -

জনপ্রিয়

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত

শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই...

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত হল একদিনের সখী মেলা । এদিনের এই মেলার উধবোধন...

হঠাৎ করে গরম দার্জিলিং এ, অবাক এবং হতাশ পর্যটকেরা

গরম থেকে বাচতে শৈলশহরে এসেও গরম।হ্যা অবাক হলেও সত্যি ঘটনা দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 ডিগ্রীতে।পর্যটকেরা এসে গরম জামাকাপড় খুলে বের হচ্ছেন।কোন কোন...

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...