“আবার আইপিএল খেলতে চাই”, দৃঢ় প্রতিজ্ঞা শ্রীসন্থের
আইপিএল থেকেই স্পট ফিক্সিং এ জড়িত থাকায় নির্বাসিত করা হয়েছিল শ্রীসন্থকে। ফের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ফের আইপিএল খেলতে চান তিনি।
টি টোয়েন্টি ও ও ওয়ানডে বিশ্বকাপের দলের সদস্য শ্রীসন্থ তার আগের জায়গা ফিরে পেতে রীতিমত ঘাম ঝরাচ্ছেন, মানসিক বাবে শক্ত হওয়ার জন্য অনলাইন ক্লাস নিচ্ছেন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডন, কোবি জন্স প্রমুখদের থেকে।
আইপিএল এ নিলামে উঠতেও রাজি শ্রীসন্থ। আশা করছেন, বেশ কিছু ফ্র্যাঞ্জাইজি উৎসাহ দেখাবে তার প্রতি। তবে তার আগে তিনি ঘরোয়া ক্রিকেটে পারদর্শীতা নিতে চান। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দিলে নিলামে নাম লেখাতে পারবেন, মনে করছেন তিনি। তার দৃঢ় প্রতিজ্ঞা, ” ফের আইপি এল এ নামব। এই আই পিএল ফিল্ড থেকেই ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল আমাকে”।
তিনি যে ফুরিয়ে যাননি, অবসাদের জগতে বিলিয়ে যাননি সেটা প্রমান করার জন্যই ফের মঞ্চস্থ হচ্ছেন তিনি। “কী রকম ফরম্যাটে আসতে চান তিনি?” উত্তরে জানিয়েছেন, যে কোন রকম ফরম্যাটের জন্য তিনি প্রস্তুত। খেলতে খেলতে মৃত্যুবরনও করতে চান তিনি। ক্রিকেটে ব্যর্থতার কারনে তিনি তৃষ্নার্ত তিনি, ক্রিকেট খেলেই সেই তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন তিনি, পুনরায় নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জে শ্রীপন্থ।