2021 এর শুরুতেই 2রা জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপতালে ভর্তি হন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার হার্ট এ তিনটি ব্লকেজ পাওয়া যায়। তার 1 টি এনজিওপ্লাস্টি করা হয়, কিন্তু এখনো দুটি ব্লকেজ রয়েছে, সেটা ঠিক সময় মত এনজিওপ্লাস্টি করা হবে। সারা পশ্চিম বাংলা তথা সারা ভারত মহারাজার সুস্থতা কামনা করেছেন দিবারাত্র। সকলের প্রার্থনার ফল হিসাবে সুস্থ হয়ে ওঠেন মহারাজা। তাকে দেখতে আসেন ড. দেবী শেট্টি হার্ট স্পেশালিস্ট।
6 ই জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল মহারাজের। সেই মতো ডিসচার্জও দেওয়া হয় মহারাজ কে। উডল্যান্ডস হাসপাতাল সহ সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ির সামনে ভিড় জমান দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) অনুরাগীরা। তাদের একটাই অনুরোধ ছিল, তারা একবার দাদাকে দেখতে চান। কিন্তু ওই যে দাদার গুগলি বোঝা দায়। শেষ মুহূর্তে মহারাজ সিদ্ধান্ত নেয় তিনি আজ অর্থাৎ 6 জানুয়ারি নন, 7 জানুয়ারি অর্থাৎ আজ তিনি বাড়ি ফিরতে চান। এখনও অবদি সূত্রের খবর সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি যেতে সম্মত হয়েছেন। সেই মতো হাসপাতাল কর্তৃপক্ষ এর তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।
এবার দেখার পালা আজকি সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরবেন নাকি শেষ মুহূর্তে আসবে দাদার গুগলি?
সমস্ত জল্পনা কাটিয়ে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী তিনি হাস্পাতাল থেকে বেরিয়ে সমস্ত তার অনুরাগী ও ডাক্তারদের তিনি ধন্যবাদ জানান।