বিরাট গন্ডগোল Amazon এর প্রোডাক্টে। অর্ডার দিয়েছিলেন Redmi 8A ফোন আর হাতে পেয়ে বাক্স খুলতেই পেলেন RIN সাবান। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির এক ব্যাক্তির সঙ্গে। ঘটনাটির জন্য দায় করা হয়েছে অনলাইন এ প্রখ্যাত ওয়েবসাইট “Amazon” কে।
অনলাইন ব্যবস্থা আসায় যেমন অনেক মানুষের উপকার হয়েছে তেমনই ভুয়ো জিনিস পত্র আসার উপদ্রপ বেড়েই চলেছে। এই করোনা পরিস্থিতিতে মানুষ তার প্রয়োজনীয় জিনিস পত্র অনলাইনেই কিনছেন। যার ফলে বাইরেও যেতে হচ্ছে না, ঘরে বসেই মানুষের দৈনন্দিন জিনিসপত্র পেয়ে যাচ্ছেন। তারসাথে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট। তাই সুবিধা যেমন আছে তেমনই ভোগান্তিও কম নেই। সেরকমই এক ঘটনার মুখোমুখি পড়তে হলো দিল্লীর বাসিন্দা নমন বৈশ্যকে।
যেকোনো অনুষ্ঠানেই অনলাইন শপিং এ মেলে ডিসকাউন্ট। সেরকমই Amazon এ চলছে Great Indian Festival সেল। সেই সেলে বিভিন্ন জিনিসের কেনাকাটার ওপর চলছে ডিসকাউন্ট। সেই কারণে নতুন ফোন কেনার জন্য Amazon এ Redmi 8A Dual স্মার্টফোন অর্ডার করেন দিল্লীর বাসিন্দা নমন বৈশ্য। কিন্তু বাড়িতে আসতেই বাক্স খুলে দেখেন 14 টাকার RIN সাবান।
এরপর নমন ট্যুইটারে একটি পোস্ট করে ঘটনাটি জানান, এবং সাথে বেশ কিছু বিরক্তিও প্রকাশ করেন। কিন্তু Amazon এই ঘটনাটির জন্য দায়ী করেছেন ডেলিভারি বয়কে। 4-5 দিনের মধ্যে সমস্যাটি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই ঘটনাটি নতুন নয়। এরকম ঘটনা আগেও ঘটেছে কলকাতার এক বাসিন্দা সুতীর্থ দাসের সাথে। তিনি Amazon থেকে কমিউনিস্ট ম্যানিফেস্টোর অর্ডার করেছিলেন এবং পেয়েছিলেন ভগবত গীতা। Amazon এ ভালো ডিসকাউন্ট এ বই টি পাওয়া যাচ্ছিল বলে তিনি(সুতীর্থ দাস) বইটি অর্ডার করেন, তার কাছে ম্যাসেজ আসে শনিবার বইটি ডেলিভারি হয়ে যাবে, সেই কথা মত বইটি আসেও কিন্তু বক্স টি খুলতেই তিনি দেখেন 140 টাকার “কমিউনিস্ট ম্যানিফেস্টোর” পরিবর্তে 120 পাতার “ভগবত গীতা” পান।