আজকের দিনে বাচ্ছা থেকে বুড়ো স্যান্ডি সাহা কে চেনেন না এমন মানুষ হয়ত মেলা ভার। ফেসবুক হোক বা ইউটিউব সব জায়গাতেই ভাইরাল স্যান্ডি । কখনো কাদা কাদা বা কখনো দুই গালে মশা তাড়ানোর কয়েল আটকে খটরো কা খিলাড়ি, তার নানা অদ্ভুত কান্ডকালাপ হাসি ফোটায় মনখারাপের ভিড়েও। এর আগেও স্যান্ডি কে অভিনয় করতে দেখা গেছে বাংলা চলচ্চিত্রে। ভারতের অন্যতম বিখ্যাত টিভি শো রোডিস-এ তেও দেখা গেছে। কিন্তু এবার সরাসরি আমরা স্যান্ডি কে দেখতে পেতে চলেছি বাংলা সিরিয়ালে।
কালার্স বাংলা এর খুব জনপ্রিয় মেঘা সিরিয়াল হলো বসন্ত বিলাস মেসবাড়ি। এমন একটা বাড়ি যেখানে থাকে সব অদ্ভুত রকমের মানুষ জন। এই সিরিয়ালেই আমরা দেখতে পাবো স্যান্ডি সাহাকে। জানা গিয়েছে এই সিরিয়ালে শ্রীতমা ভট্টাচার্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্যান্ডি কে।
এবার থেকে প্রতিদিন সন্ধ্যায় স্যান্ডি থাকবে আপনার ঘরে…
- Advertisment -