Home দেশ ৬ বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন, উপরে নেওয়া হল ফুসফুস...

৬ বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন, উপরে নেওয়া হল ফুসফুস…

ফের সেই উত্তরপ্রদেশ,
৬ বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন, ফুসফুস উপরে নেওয়া হয় কালাজাদুর জন্য,

কয়েকমাস আগেই হাতরাসের ঘটনায় আতঙ্কিত হয়ে গেছিল গোটা দেশবাসী, উত্তরপ্রদেশে আবার সেই পাশবিক গণধর্ষণের ঘটনা ঘটল, এবার ছয় বছরের বালিকাকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ফেলে যায় উত্তরপ্রদেশের জঙ্গলে। গণধর্ষণের পর খুন করে ওই বালিকার ফুসফুস উপরে নেয় তারা। সেই ফুসফুস দুষ্কৃতীরা কালা জাদুর জন্য পরশুরাম কুরিল নামে এক ব্যক্তিকে দেয়।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঘাতামপুরে। দিওয়ালির দিন ওই বালিকা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একজন ২০ বছর বয়সী অঙ্কুর কুরিল, আরেকজন ৩১ বছর বয়সী বীরন।
ঘটনার সাথে যুক্ত থাকায় পরশুরাম কুরিল এবং তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।প্রথমে নানা রকম ভাবে নিজেদের অপকর্মের কথা এড়িয়ে যেতে চাইলেও পুলিশের জেরার মুখে দোষ কবুল করে ওই ব্যক্তি জানান
১৯৯৯ সালে তার বিয়ে হয়েছে, কিন্তু এখনও তিনি নিঃসন্তান। তাই ভাইপো এবং তার বন্ধুকে সে শিশুর ফুসফুস উপরে এনে দিতে বলে, যার সাহায্যে কালো জাদুর মাধ্যমে তিনি পিতা হতে পারবেন বলে ভেবেছিলেন ওই ব্যক্তি।শনিবার ভদ্রস গ্রামের ওই বালিকা বাজি কিনতে গেছিল, সেই সময় মত্ত অবস্তায় সেখানে ছিল অঙ্কুল ও বীরন, ওই দুই ব্যক্তি ধর্ষণ করে খুন করে ওই বালিকাকে।
শনিবার নিখোঁজ হয়ে যাওয়া ওই বালিকার পরিবার পাশের জঙ্গলে তাকে খুঁজতে বেরোয়, কিন্তু পায়নি। রবিবার জঙ্গলে তার দেহ মেলে।
অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, চলছে তদন্ত, ফরেন্সিক এক্সপার্টরা সমস্ত কিছু ক্ষতিয়ে দেখছেন।মৃতের পরিবারকে পাঁচ লক্ষ্য টাকা দেওয়ার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

- Advertisment -

জনপ্রিয়

শ্যুটিং শুরু হলো ৮/১২- র, সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দিলেন সৌম্য ঋত…

৮/১২'র শুভ মহরত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরুন রায়, প্রযোজক কান সিং সোধা, অভিনেতা কিঞ্জল নন্দ, রেমো, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী ছাড়াও...

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”….

টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে জুলাই দুপুর ১২টায় আয়োজন করা হয়েছিল "অন্য ইলিশ ও চিংড়ি উৎসব". বরানগর, টেবিন রোড,...

এবার “চারেক্কে প্যাঁচ” নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত…

অবাক লাগছে না? হ্যাঁ সত্যি অবাক লাগার মতোই কথা. দম ফাটানো হাসির ছবি নিয়ে হাজির পরিচালক অরূপ সেনগুপ্ত. "এ.কে.Ray", "আনএথিক্যাল"- এর পর "চারেক্কে প্যাঁচ"...

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...