Home বিনোদন অরিজিৎ সিং কে উদ্দেশ্য করে টাকা ছুড়ে দিলেন এক দর্শক, চমৎকার উত্তর...

অরিজিৎ সিং কে উদ্দেশ্য করে টাকা ছুড়ে দিলেন এক দর্শক, চমৎকার উত্তর দিলেন গায়ক

অরিজিৎ সিং কে উদ্দেশ্য করে টাকা ছুড়ে দিলেন এক দর্শক, চমৎকার উত্তর দিলেন গায়ক

আর পাঁচজন সেলিব্রিটির থেকে অনেকটাই আলাদা গায়ক অরিজিৎ সিং, সাধারণ জীবন যাপন পছন্দ করা এই তারকার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে এক দর্শক তার দিকে টাকা ছুঁড়ে দিয়েছেন এবং তিনি ওই দর্শককে যথাযোগ্য জবাব দিয়েছেন।

বলিউড হোক বা টলিউড সংগীতজগতের সর্বত্র জনপ্রিয় গায়ক অরিজিত সিং, তার কন্ঠে মুগ্ধ মানুষ৷
তাঁর গান পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন।

তবে শুধু যে নিজের গানের মাধ্যমে তিনি সকলের প্রিয় তা কিন্তু নয়, আরও একটি কারণে তিনি মানুষের প্রিয়, তার জীবন যাপন, ব্যবহার, আদবকায়দার মাধ্যমে তিনি
নিজের একটি আলাদা স্থান বানিয়েছেন দর্শকের হৃদয়ে।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, একটি কনসার্টে গান গাইছেন অরিজিৎ সিং । হঠাৎ এক দর্শক তার দিকে ছুঁড়ে দেয় টাকা, আর তারপর রাগ না করে শান্ত ভাবে গায়ক এক প্রশংসনীয় পদক্ষেপ নিলেন, তিনি সেখানেই থামিয়ে দিলেন গান, সমস্ত নোটগুলি কুড়িয়ে যে দর্শক ছুঁড়েছিলেন তাকে তাকে দিয়ে বলেন , কষ্ট করে উপার্জিত অর্থ কখনো এভাবে নষ্ট করতে নেই।

ভাইরাল এই ভিডিওতে গায়কের এমন ব্যবহারে ওই দর্শককে উচিত শিক্ষা দেওয়ার পন্থায় তাকে সম্মান এবং ভালোবাসা জানাচ্ছে নেট দুনিয়া।

- Advertisment -

জনপ্রিয়

‘চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’ জিতে নিলো অরূপ সেনগুপ্তের পরিচালিত ছবি “চার এক্কে প্যাঁচ”…

'চলচ্চিত্র রোলিং অ্যাওয়ার্ড’-এ জোড়া পুরস্কার পেল পরিচালক অরূপ সেনগুপ্তের ছবি ‘চার এক্কে প্যাঁচ’। গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...

মুক্তি পেতে চলেছে ইনফোকেয়ার আই.এন্টারটেইনমেন্ট নির্মিত শুভ্র রায় পরিচালিত ছবি “ঘুন”…

খুব শীঘ্রই Klikk OTT তে streaming হতে চলেছে শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুন'। শহর কলকাতার ৬জন নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ককে ঘিরে তৈরী হয়েছে...

সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ “গোরা-য়” এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘পায়েল দে’….

আবারও ওয়েব সিরিজ-এ অভিনেত্রী পায়েল দে। হইচই এর ওয়েব সিরিজ ইন্দু দিয়েই গত বছরেই ওয়েব সিরিজের দুনিয়াতে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েল দে-র।...

বেস্ট শর্ট-ফিল্মের পুরস্কার জিতে নিলো অরূপ সেনগুপ্ত পরিচালিত শর্ট-ফিল্ম ‘চার এক্কে প্যাঁচ’

বছর শেষ হতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে খুশির আমেজ. গত ২ বছরের পরিস্তিতি কাটিয়ে সাধারণ মানুষ আবার সিনেমা হলমুখী হচ্ছে।...