শিলিগুড়ি সহ আশেপাশের এলাকা গুলিতে বড় গাড়ি পাচারের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র । অভিযানে নেমে তিনটি চুরির বাইক সহ দুই জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বাইক চুরির অভিযোগে শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা থেকে রঞ্জিত দাস ও শক্তি দাস নামে দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে । ধৃতদের কাছ থেকে দুটি চোরাই বাইক ও একটি চোরাই স্কুটি উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ । অভিযুক্ত দু’জনকেই মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় । এই বাইক চুরি কান্ডের সঙ্গে আর কেও জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ