মঙ্গলে জমি কিনলেন এক বাঙালী!
কারোর পছন্দ লেকের ধারে জমি, কারোর বা সবুজ মাঝখানে। আবার আজকাল তো সেনসেক্সের মত জমির দাম ওঠানামা করে। ব্যান্ডেল থেকে বেহালা, মেদিনীপুর থেকে আলিপুর, শিলিগুড়ি থেকে সল্টলেক – পছন্দের জমি খুজে নিতে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আবার এর মধ্যেই সকলকে তাক লাগিয়ে পৃথিবী থেকে ভিনগ্রহে মঙ্গলে জমি বসলেন বাঙালি যুবক শৌনক। কারন জিজ্ঞেস করলে তিনি বলেন, ” সস্তায় পেয়েছি তাই নিয়ে নিলাম!”
সদ্য বিবাহিত শৌনকের এই কান্ডে হতবাক সকলেই। অনেকে আবার ইতিউতি প্রশ্নও তুলেছেন,” বউ নিয়ে কী মঙ্গলেই সংসার পাতবে শৌনক?”
এ প্রসঙ্গে শৌনক বলেছেন, “বিজ্ঞান যে ভাবে উন্নতির দিকে এগোচ্ছে দরকার হলে ভবিষ্যতে মানুষকে নাসাতে গিয়েও থাকতে হতে পারে।” উল্লেখ্য, শৌনকের নাম সহ একটি চিপ ইতিমধ্যে নাসার রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্য রওনা হয়েছে। বেসরকারী সংস্থায় কর্মরত যুবক শৌনক মঙ্গলে এক একর জমি কিনেছেন। দাম পড়েছে মাত্র তিন হাজার টাকা। অক্ষাংশ দ্রাঘিমাংশ মেনে সেই জমির দলিল তার হাতে চলে এসেছে।
নাসা একটি সংস্থাকে জমি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর তাতেই অংশীদার হলেন শৌনক। তার কথায়, ” আমি হয়ত প্রথম বাঙালী যে মঙ্গল গ্রহে জমি কিনেছি। হয়ত যেতে পারব না তবে সবাইকে তো বলতে পারব যে মঙ্গলে আমার জমি আছে।” এর পাশাপাশি শৌনক চন্দ্রযানেরও নকশা করছে সে।
২০২৪ এ চাঁদে লোক পাঠাতে চায় নাসা, এরপর মঙ্গলে। আর সেই কারনে মঙ্গলযান বা চাঁদের নকশা কীরকম হবে আনতে চায় নাসা। পুরুষ অভিনেত্রীর পাশাপাশি স্ত্রী অবিনেত্রীও যাবে তাই সমস্ত দিক থেকে নকশা বানাচ্ছে শৌনক। তবে আপাতত শৌনক মঙ্গলের জমি নিয়েই চিন্তিত।