প্রশাসন তার কাজ করছে, কিছু মানুষের গুজব ছড়ানোয় বাড়ছে আতঙ্ক
দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, যার জেরে নেওয়া হচ্ছে কড়া সর্তকতা, কিন্তু তার থেকেও যে ভয়ঙ্কর আকার ধারণ করছে গুজব, চারিদিকে এই ভয়াবহ পরিস্থিতি তার মধ্যে কিছু মানুষের গুজব রটানোয় আরও ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি।
সম্প্রতি শেওরাফুলির বাসিন্দা সুজয় মুখার্জী তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি জানান গত ১৪ তারিখ খাওয়ায় অরুচি এবং খাবারের স্বাদ না পাওয়ায় তার সন্দেহ হয় এবং তিনি ঠিক করেন করোনা টেস্ট করবেন, প্রাইভেট জায়গায় করোনা টেস্ট বন্ধ থাকায় সরকারি জায়গায় তিনি ১৬ তারিখ কোভিড টেস্ট করেন।
শনিবার স্বাস্থ্যদপ্তর থেকে তাকে ফোনে জানানো হয় তিনি করোনা পজিটিভ এবং প্রশাসনের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর করোনা হলেও তা খুব বেশি পর্যায়ে না যাওয়ায় তাকে ১৪ দিন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়, সেখানে সমস্ত রকম দেখভাল করা হচ্ছে বলে জানান তিনি। কিন্তু তার পাড়ার কিছু ব্যক্তি রটিয়ে দেয় তার অবস্থা সংকটজনক, তার জন্ডিস হয়েছে, আইসিইউ তে ভর্তি তিনি, যার ফলে তার পরিবারের লোকেরা ভয় পেয়ে যায়, চিন্তিত হয়ে পড়ে। তিনি একটি ওষুধের দোকানে কাজ করেন, একেই করোনা তার উপর এসব গুজব, তিনি ওই ভিডিওতে বলেছেন সরকারি গাইডলাইন এবং সতর্কতা মেনে চলার কথা বলার পাশাপাশি তার বক্তব্য যে কোনো মানুষেরই করোনা হতে পারে তবে এই ভাবে গুজব ছড়ানো বন্ধ করতে হবে । প্রশাসন তাদের কাজ যথাযথ ভাবেই করছে, দায়িত্ব নিয়ে সব করছে কিন্তু কিছু মানুষের গুজব রটানোর কারনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানান তিনি।