করোনা আবহে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় সিনেমাহল বন্ধ থাকার পর অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। তবে সিনেমা হল খুলে গেলেও আসন সংখ্যা ৫০ শতাংশ র বেশি রাখা যাবে না। সমস্ত রকম করোনা বিধি মেনে খুলে গেছে উদয়ন সিনেমা হল।
নিত্যদিনের হাজার কাজের চাপের মাঝে নিজের জন্য সময় বের করতে
বিগ স্ক্রিনে সিনেমা দেখতে অনেকেই ভালোবাসে।অনেকেই অপেক্ষায় ছিলেন কবে সিনেমা হল খুলবে। দীর্ঘ ৬ মাস পর অবশেষে সিনেমা হল খুলে যাওয়ায় আনন্দিত সিনেমাপ্রেমীরা।
আর এই অবসরে শেওড়াফুলির উদয়ন সিনেমা হল সিনেমা প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির। ১৬ ই অক্টোবর থেকে ২০ অক্টোবর উদয়ন সিনেমা হলে যেসব সিনেমা গুলি দেখা যাবে সেগুলো হল দূর্গেশগড়ের গুপ্তধন, দ্বিতীয় পুরুষ, মিশন মঙ্গল, চিঁছোরে, প্রফেসর শঙ্কু, গুমনামি ইত্যাদি।
আর এই সমস্ত সুপারহিট সিনেমা গুলো বড় পর্দায় উদয়ন সিনেমাহলে দেখার সুযোগ মিলবে মাত্র ১১ টাকায়।
স্বল্প মূল্যে টিকিট দেওয়ার পাশাপাশি গেট, সিট, কাউন্টার দেওয়াল প্রত্যেকটি স্থানে ৮ ফুটের দূরত্ব বিধি বজায় রাখার ব্যবস্থাও করা হয়েছে। কেম টেক্স বায়ো বাবেলের ব্যবস্থা করা হয়েছে দরজায়। করোনা আবহে সকলে যাতে নিশ্চিন্তে সিনেমা হলে আসতে পারে সেই সব বন্দোবস্ত করা হয়েছে উদয়ন সিনেমা হলে। ৯০ দিন পর্যন্ত কার্যকরী প্রতিরোধ মূলক বাবেল লেয়ার দিয়ে স্পর্শমুক্ত করা হয়েছে সিনেমা হলের সর্বত্র।
তাই নিশ্চিন্তে ১১ টাকার টিকিটে কয়েক ঘন্টা বিগ স্ক্রিনে পছন্দের সিনেমা উপভোগ করতেই পারেন শেওড়াফুলি উদয়ন সিনেমা হলে। দ্রুত টিকিট বুকিং করে উৎসবের মরশুমে বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে দেখে আসুন সিনেমা।