মাত্র একদিনের মধ্যেই সমস্যার সমাধান করলেন পৌর প্রশাসক অরিন্দম গুইন
শেওড়াফুলির ৭ নং ওয়ার্ডে গত ২৯ তারিখ দুপুর ৩টে ৩৩ মিনিট নাগাদ খাটাল মাঠের কাছে CESC দুটি বাড়ির কারেন্টের কাজ করার সময় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা সমস্যার সম্মুখীন হন। জলের অপচয় হয়, অবাধে জল বেরিয়ে যায়, আশেপাশের বাড়িগুলিতে কমে যায় জলের গতিবেগ, স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান একটি কল খুললে অপর কল থেকে জল পড়ছে না, মাননীয় অমিও বাবুর কাছে অনুরোধ করা হয় ব্যাপারটি দেখার, প্রায় একমাস ধরে এই সমস্যার সম্মুখীন হওয়ার পর অবশেষে মাননীয় পৌর প্রশাসক চেয়ারম্যান অরিন্দম গুইন মহাশয়কে ব্যাপারটি জানানোর পর তিনি দ্রুত ব্যবস্থা নেন, মাত্র একদিনে মধ্যে অর্থাৎ ৩১ তারিখ সকাল ৯ টার মধ্যে লোক পাঠিয়ে সমস্যার সমাধান করেন। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এবং ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় মাননীয় পৌর প্রশাসক অরিন্দম গুইন কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।