পৌষমেলার মাঠে সেক্স কাজকর্ম? সম্প্রতি এরকম চাঞ্চল্যকর তথ্য নিয়েই অভিযোগ তোলেন বিজেপি সভার মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল। অবশ্য দলীয় সতীর্থের তোলা এহেন দাবি খারিজ করেছেন বোলপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অনুপম হাজরা।
রবীন্দ্র শিক্ষানীড়ে কেবলই বিতর্ক? কখনও পৌষ মেলার মাঠে প্রাচীর তোলা নিয়ে আবার কখনও গেট ভাঙা নিয়ে। আর এবার সম্পূর্ন অন্য বিষয়ে অভিযোগ আনলেন বিজেপির মহিলা মোর্চা সভাপতি।
অগ্নিমিত্রা পলের বিষ্ফোরক মন্তব্য, ” শান্তিনিকেতনের মাঠে চলে সেক্স র্যাকেট! বসে মদ – গাজার আসর।” তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই যে নিজের দলের সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন একদা তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরা। প্রসঙ্গত, তৃণমূল ত্যাগের পর বিজেপির হয়ে যাদবপুর থেকে লড়ে পরাজিত হন। অনুপম হাজরার বক্তব্য, ” শান্তিনিকেতনের ভাঠে সেক্স রকেট চলে তথ্যটি সম্পূর্ন ভিত্তিহীন – ননসেন্স কথাবার্তা।”
শান্তিনিকেতনে নাকি সেক্স র্যাকেট? অগ্নিমিত্রাকে ননসেন্স বলে আক্রমন অনুপমের
- Advertisment -