শ্রীরামপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক
কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ও ব্ল্যাকমেল করায় গ্রেফতার হলেন শিক্ষক।
ঘটনাটি ঘটে হুগলির শ্রীরামপুর এলাকায়। অভিযুক্ত সেই শিক্ষকের নাম পার্থ তালুকদার। তিনি শ্রীরামপুরের একটি প্রখ্যাত কলেজের বোটানির অ্যাসিন্টান্ট প্রফেসর। সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শিক্ষককে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হয়, এবং তাকে ৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই তরুণী জানিয়েছে, সে শ্রীরামপুরে ওই শিক্ষকের ফ্ল্যাটে পড়তে যেতেন। বছর তিনেক আগে তাকে একা পেয়ে সেখানেই শিক্ষক ধর্ষণ করেন, এবং সে কথা যাতে প্রকাশ্যে না আসে সেই ভয়ও দেখান। তরুণীর দাবী সেই শিক্ষকের কাছে তার কিছু ছবি রয়েছে। তা দিয়ে পরে তিনি ব্ল্যাকমেল করতে পারে বলে ওই তরুণীর আশঙ্কা।