সত্যজিৎ রায় বাংলার একজন বিশিষ্ট ফিল্ম মেকার তা জানে না এমন কেউ হয়ত নেই। কিন্তু সত্যজিৎ রায় যে শুধুই ফিল্ম মেকার নন সেকথা খুব কম মানুষেই জানে।
তাঁর প্রতিভার প্রকাশ পেয়েছিল বিভিন্ন দিকে, যেমন তিঁনি ছিলেন একাধারে লেখক, সুরকার, লিরিসিস্ট আবার অন্যদিকে তিনি ছিলেন গ্রাফিক আর্টিস্ট ও ।
সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে শ্রীরামপুর উইলিয়াম ক্যারি কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো তিনদিন ব্যাপী সত্যজিৎ রায় এর বহুমুখী প্রতিভার প্রদর্শনী। পুরো প্রদর্শনী ভরে ছিল সত্যজিৎ রায় এর হাতে আঁকা নানা ছবি। শুক্রবার অর্থাৎ ২২ এপ্রিল থেকে রবিবার ২৪ এপ্রিল পর্যন্ত চলেছে এই প্রদর্শনী।
মৃত্যুবার্ষিকীতে শ্রীরামপুর কলেজে সত্যজিৎ রায় …
- Advertisment -