Home বিনোদন "আসছে বছর আবার হবে" লাইভ কনসার্ট নিয়ে আসছে এসডিপি ভেনচার্স

“আসছে বছর আবার হবে” লাইভ কনসার্ট নিয়ে আসছে এসডিপি ভেনচার্স

অপেক্ষা আর মাত্র একদিন, আগামীকাল ‘আসছে বছর আবার হবে ‘ লাইভ কনসার্ট নিয়ে আসছে এসডিপি ভেনচার্স

চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অহরহ, মন খারাপ, দুশ্চিন্তা, এমন পরিস্থিতিতে মানুষের মন ভালো রাখা ভীষণ গুরুত্বপূর্ণ।
সকলের মন ভালো করতে এসডিপি ভেনচার্স নিয়ে আসছে তাদের লাইভ কনসার্ট “আসছে বছর আবার হবে”। বেশ কয়েকজন শিল্পী তাদের সুমধুর কন্ঠে গানের মাধ্যমে ভরিয়ে তুলবে ২ ঘন্টা।৩১ অক্টোবর আটজন শিল্পীকে সাথে নিয়ে হতে চলেছে এই কনসার্টটি। বিজয়া উদযাপনে এই কনসার্টে গান গাইবেন আরাত্রিকা ভট্টাচার্য, নম্রতা ভট্টাচার্য, অহনা ঘোষ, সুময়ী ঘোষ, সায়নী ঘোষ পাল, মনীষা সরখেল, তমালিকা চৌধুরী, অনির্বান শিকদার।
এই কনসার্টের হোস্ট শুভজিৎ দাস এবং জয়া নাগ।
কলকাতা ছাড়াও বিদেশে দেখা যাবে এই কনসার্ট।
কলকাতায় ৩১ শে অক্টোবর রাত ৮ টায় এই কনসার্টটি হবে। দু ঘন্টার এই কনসার্টের টিকিট মূল্য ১৫০ টাকা।ঢাকাতে এই কনসার্ট দেখানো হবে ৩১ অক্টোবর রাত ৮.৩০ টায়।
লন্ডনে ৩১ অক্টোবর দুপুর ২.৩০
সিডনিতে দেখা যাবে ১লা নভেম্বর দুপুর ১.৩০ টায়।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...