অপেক্ষা আর মাত্র একদিন, আগামীকাল ‘আসছে বছর আবার হবে ‘ লাইভ কনসার্ট নিয়ে আসছে এসডিপি ভেনচার্স
চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অহরহ, মন খারাপ, দুশ্চিন্তা, এমন পরিস্থিতিতে মানুষের মন ভালো রাখা ভীষণ গুরুত্বপূর্ণ।
সকলের মন ভালো করতে এসডিপি ভেনচার্স নিয়ে আসছে তাদের লাইভ কনসার্ট “আসছে বছর আবার হবে”। বেশ কয়েকজন শিল্পী তাদের সুমধুর কন্ঠে গানের মাধ্যমে ভরিয়ে তুলবে ২ ঘন্টা।
৩১ অক্টোবর আটজন শিল্পীকে সাথে নিয়ে হতে চলেছে এই কনসার্টটি। বিজয়া উদযাপনে এই কনসার্টে গান গাইবেন আরাত্রিকা ভট্টাচার্য, নম্রতা ভট্টাচার্য, অহনা ঘোষ, সুময়ী ঘোষ, সায়নী ঘোষ পাল, মনীষা সরখেল, তমালিকা চৌধুরী, অনির্বান শিকদার।
এই কনসার্টের হোস্ট শুভজিৎ দাস এবং জয়া নাগ।
কলকাতা ছাড়াও বিদেশে দেখা যাবে এই কনসার্ট।
কলকাতায় ৩১ শে অক্টোবর রাত ৮ টায় এই কনসার্টটি হবে। দু ঘন্টার এই কনসার্টের টিকিট মূল্য ১৫০ টাকা।
ঢাকাতে এই কনসার্ট দেখানো হবে ৩১ অক্টোবর রাত ৮.৩০ টায়।
লন্ডনে ৩১ অক্টোবর দুপুর ২.৩০
সিডনিতে দেখা যাবে ১লা নভেম্বর দুপুর ১.৩০ টায়।