স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। নিয়োগ করা হবে 2000 পদে।
ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। ভারতীয় হলে তবেই আবেদন করতে পারবেন।
শূন্যপদের নাম : প্রবেশনারি অফিসার (PO)
শূন্যপদের সংখ্যা: 2000
SC- 300 টি
ST- 150 টি
OBC- 540 টি
EWS-200 টি
GEN- 810 টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন।
বয়স-সীমা:
1-4-2020 তারিখে আপনার বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
ST/SC/OBC/PWD/EX Serviceman রা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতন-ক্রম: আপনি মাসিক বেতন পাবেন 27,620 টাকা
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদনের করতে হবে। আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে Apply Now
আবেদনের তারিখ: আবেদন শুরু 14 নভেম্বর।
আবেদন করার শেষ তারিখ 4 ডিসেম্বর।
আবেদন ফি: GEN/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ফি বাবদ দিতে হবে 750 টাকা।
ST/SC/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি দিতে লাগবে না।
অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ক্লিক করুন।