বাংলার নাট্যজগতে যে সমস্ত তরুণ নাট্যদল অবিরাম তাঁদের কাজের স্বাক্ষর রেখে চলেছেন তাঁদের মধ্যে নেতাজীনগর সরস্বতী নাট্যশালা একটি উল্লেখযোগ্য নাম । প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শ্রী রমাপ্রসাদ বণিক এই দলের নামকরণ করেছিলেন । সরস্বতী নাট্যশালার প্রযোজনা মহাপৃথিবী , আঁধারের ধূপছায়া , প্রতিবিম্ব , বিবেকনামা , বিপুল সাড়া ফেলেছে নাট্যপিপাসু দর্শকের মনে । প্রত্যেকটি প্রযোজনা সমাজের ভিন্ন ভিন্ন সমস্যার কথা তুলে ধরতে সক্ষম হয়েছে ।
নাট্য প্রযোজনা ছাড়াও সরস্বতী নাট্যশালার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল প্রতি বছর সরস্বতী নাট্যোৎসব এর আয়োজন । প্রতি বছর এই উৎসবের আসর বসে দক্ষিণ কলকাতার কোন একটি প্রেক্ষাগৃহে । কলকাতা সহ বিভিন্ন জেলার নাট্যদলগুলি তাঁদের স্বল্পদৈর্ঘ্য , পূর্ণাঙ্গ নাটক নিয়ে এই নাট্যোৎসব এ অংশগ্রহণ করেন । সঙ্গে থাকে সরস্বতী নাট্যসম্মান প্রদান । প্রতিবছর নাট্যজগতের কোন এক গুণী ব্যক্তিত্বকে এই নাট্যসম্মান প্রদান করা হয় ।
এই বছর তাঁদের নাট্যোৎসব চতুর্থবর্ষে পদার্পণ করবে । মোট চারটি পর্যায়ে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে । দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয় ৩১/১২/২০২০ , সেখানে সরস্বতী নাট্যসম্মানে সম্মানিত করা হবে বিশিষ্ট নাট্যকার পঙ্কজ মুন্সী মহাশয়কে । সেই নাট্যসম্মান তাকে প্রদান করবেন আরেক নাট্যব্যক্তিত্ব শ্রী প্রকাশ ভট্টাচার্য্য , সঙ্গে থাকছে একটি নাটক । এই উৎসবের দ্বিতীয় পর্যায় উত্তর চব্বিশ পরগনাস্থিত অশোকনগর ” অমল আলো ” মঞ্চে ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ । নাট্যোৎসবের তৃতীয় পর্যায় আবারও সেই উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে ২১ শে ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে । চতুর্থ ও শেষ পর্যায়ের নাট্যোৎসব ৯ ও ১০ ই মার্চ ২০২১ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয় । মোট দশটি দল অভিনয় করছে এই উৎসবে । এই করোনা আবহকালে উদ্দ্যোগী হয়ে এই দলটি যে সাংস্কৃতিক মেলার আয়োজন করেছে তা এককথায় অসাধারণ । সরকারের দেওয়া সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এই নাট্যোৎসব এর আয়োজন করা হবে ।।