জন্মদিনে দুর্দান্ত উপহার! প্রকাশ পেল অধীরার চরিত্রে সঞ্জয় দত্তের প্রথম লুক!
কেজিএফ চ্যাপ্টার ২ এ সঞ্জয় দত্তের প্রথম লুক আজ প্রকাশ পেল। আর আজ তার ৬১ বছর পুর্ন হল। তার জন্মদিনে সত্যিই এটা দুর্দান্ত অফার – টুইট করেন তিনি। আর আজ ফাস্টলুকের পোস্টার বেরোতেই টুইটারে বেশ ট্রেন্ডিং #অধীরাফাস্টলুক। পোস্টারে সঞ্জয় দত্তকে সম্পূর্ন অন্যভাবে দেখা যাচ্ছে।
কেজিএফের প্রথম পার্টে তাকে না দেখা গেলেও দ্বিথীয় পার্টে দেখা যাচ্ছে তার ট্রেন্ডিং লুক। ঋত্বিক রোশনের বিপরীতে ‘অগ্নিপথ’ এ সঞ্জয় দত্থের যেমন আইকনিক লুক পেয়েছিল দর্শক, সেরকমই একটি দুর্দান্ত লুক পেতে চলেছে এই ছবিতে। এই চরিত্রটিতে তাকে ২০১৩ সালের টিভি সিরিজে ভাইকিং এর মত পোষাক, ট্যাটু ও চুলে দেখা যাবে।
অবশ্য সঞ্জয় দত্ত আগেই বলেছিলেন, কেজিএফ টু অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ চরিত্র। এই চরিত্রটিকে তিনি অ্যাভেঞ্জারসের থ্যানের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। থ্যানসকে যেমন অ্যাভেঞ্জারের সব সুপার হিরো মিলেও হারাতে পারেনি। তবে এখানেঅধীরা না রকি! হারবে কে? তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে।
কর্নাটকের কোলারে অবস্থিত সোনার খনিতে কার নিয়ন্ত্রণ থাকবে সেই নিয়ে মুলত গড়ে ওঠে প্রশান্ত নীল প্রযোজিত ” কেজিএফ চ্যাপ্টার ওয়ান” এর ঘটনা। সেখানে কেজিএফের মালিক সুর্যবর্ধন মারা যাওয়ার আগে সমস্ত ক্ষমতা তিনি তার ছেলে গরুড়াকে দিয়ে যান। তবে এই স্বর্নখনির আরও একজন দাবিদার ছিলেন তিনি হলেন সুর্যবর্ধনের ভাই অধীরা। তবে দাদার এই সিদ্ধান্ত মেনে তিনি নিজেকে সম্পত্তির লড়াই থেকে বিরত রেখেছিলেন। তবে প্রতিজ্ঞা করেছিলেন যদি গরুড়ার কিছু হয়ে যায় তবে তিনি আবার ফিরে আসবেন। চ্যাপ্টার ওয়ানের শেষে সিনেমার নায়ক রকির হাতে মৃত্যু হয় গরুড়ার। যদিও এই সোনার খনি নিয়ে অনেক ব্যক্তি, অনেক শক্তির নজর ছিল তবে এই গল্প যে রকি ও অধীরাকে ঘিরেই গড়ে উঠবে তার আন্দাজ পাওয়া গিয়েছিল কেজিএস চ্যাপ্টার ওয়ানের শেষেই। আর এখন সঞ্জয় দত্তের এ রকম লুক আরও বেশী দৃষ্টি আকর্ষ্ করছে কেজিএফের ভক্তদের।
আগে এর মুক্তির ডেট ২৩ শে অক্টোবর ঠিক করা হয়েছিল। তবে করোনা মহামারীর ফলে সেই ডেট পিছিয়ে করে রিলিজ করবে সেই বিষয়ে জানা যায়নি।